Ajker Patrika

ট্রাক থেকে মাদক উদ্ধার আটক ১

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৯
ট্রাক থেকে মাদক উদ্ধার আটক ১

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৪৭ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফুলতলা এলাকা থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম শরিফুল ইসলাম (২৮)। তিনি লালমনিরহাট আদিতমারী উপজেলার দীঘলটারী গ্রামের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকার দিকে মাদকের চালান যাচ্ছে। এই সংবাদ পেয়ে সাজাপুর ফুলতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়। এ সময় একটি ট্রাক থেকে ফেনসিডিল পাওয়া যায়। সেসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগী শরিফুলকে আটক করা হয়। শরিফুল দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে।

এ ছাড়া তিনি জানান, অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি এবং শরিফুলের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত