কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কমিউনিটি ক্লিনিকের ভবনের পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর ক্লিনিকের সংস্কারকাজ শেষ হতে না হতেই টাইলস উঠে গেছে। অন্যান্য কাজও নিম্নমানের হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছে ক্লিনিক কর্তৃপক্ষ।
সরেজমিনে হেলাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হেলাপুর কমিউনিটি ক্লিনিকটি পুনঃসংস্কারে সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই মাস আগে কাজ শুরু করে। কাজের মধ্যে ছিল ক্লিনিক ভবনের রং করা, ইলেকট্রিক, স্যানিটারি, ফ্লোর, দেয়াল ও বাথরুম টাইলস, দরজা-জানালা মেরামত, ভবনের ছাদে নেট ফেডেন স্টোনসহ পুরো ক্লিনিককে ব্যবহার উপযোগী করা।
ক্লিনিকের দায়িত্বরত হেলথ প্রোভাইডার তাহমিনা ওয়াহিদ বলেন, ফলস ছাদে যে পরিমাণ ফিটনেস দেওয়ার কথা ছিল, তা পরিমাণমতো দেওয়া হয়নি। ভবনের রং ঠিকমতো করা হয়নি। পুরোনো ভবনের রং করা দেয়াল থেকে রং না ছাড়িয়ে কোনো ধরনের ক্লিপিং ছাড়াই সামান্য সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি দিয়ে টাইলস লাগানো হয়। ফলে এক মাসের মাথায় মেঝে ও দেয়ালের টাইলস উঠে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ক্লিনিকের সংস্কারকাজের মান খুবই খারাপ। পরিমাণমতো সিমেন্ট না দিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করে টাইলস লাগানোর কারণে তা উঠে গেছে। এ কারণে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন।
কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সঠিকভাবে কাজ করেছি। কেউ যদি ইচ্ছে করে টাইলস তুলে নেয়, তাহলে আমি কী করব? কাজের জন্য আমার এক বছরের সিকিউরিটি জমা আছে। অনিয়ম হলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সেটি দেখবে। কোনো অনিয়ম হলে আমি অবশ্যই তা মেরামত করে দেব।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস আক্তার বলেন, ‘পুনঃসংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিনে পরিদর্শন করে কাজে অনিয়মের সত্যতাও পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’
মৌলভীবাজার জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, ‘কাজ বন্ধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের জানিয়েছে। সরেজমিনে ক্লিনিকটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজে কোনো অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কমিউনিটি ক্লিনিকের ভবনের পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর ক্লিনিকের সংস্কারকাজ শেষ হতে না হতেই টাইলস উঠে গেছে। অন্যান্য কাজও নিম্নমানের হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছে ক্লিনিক কর্তৃপক্ষ।
সরেজমিনে হেলাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হেলাপুর কমিউনিটি ক্লিনিকটি পুনঃসংস্কারে সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই মাস আগে কাজ শুরু করে। কাজের মধ্যে ছিল ক্লিনিক ভবনের রং করা, ইলেকট্রিক, স্যানিটারি, ফ্লোর, দেয়াল ও বাথরুম টাইলস, দরজা-জানালা মেরামত, ভবনের ছাদে নেট ফেডেন স্টোনসহ পুরো ক্লিনিককে ব্যবহার উপযোগী করা।
ক্লিনিকের দায়িত্বরত হেলথ প্রোভাইডার তাহমিনা ওয়াহিদ বলেন, ফলস ছাদে যে পরিমাণ ফিটনেস দেওয়ার কথা ছিল, তা পরিমাণমতো দেওয়া হয়নি। ভবনের রং ঠিকমতো করা হয়নি। পুরোনো ভবনের রং করা দেয়াল থেকে রং না ছাড়িয়ে কোনো ধরনের ক্লিপিং ছাড়াই সামান্য সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি দিয়ে টাইলস লাগানো হয়। ফলে এক মাসের মাথায় মেঝে ও দেয়ালের টাইলস উঠে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ক্লিনিকের সংস্কারকাজের মান খুবই খারাপ। পরিমাণমতো সিমেন্ট না দিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করে টাইলস লাগানোর কারণে তা উঠে গেছে। এ কারণে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন।
কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সঠিকভাবে কাজ করেছি। কেউ যদি ইচ্ছে করে টাইলস তুলে নেয়, তাহলে আমি কী করব? কাজের জন্য আমার এক বছরের সিকিউরিটি জমা আছে। অনিয়ম হলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সেটি দেখবে। কোনো অনিয়ম হলে আমি অবশ্যই তা মেরামত করে দেব।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস আক্তার বলেন, ‘পুনঃসংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিনে পরিদর্শন করে কাজে অনিয়মের সত্যতাও পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’
মৌলভীবাজার জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, ‘কাজ বন্ধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের জানিয়েছে। সরেজমিনে ক্লিনিকটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজে কোনো অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫