রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় এবার পুলিশ কনস্টেবল পদে রদবদল করা হয়েছে।
সম্প্রতি পুলিশ প্রধান বেনজীর আহমেদ রাজশাহী সফর করে যাওয়ার পর আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ৬৬৭ জন কনস্টেবলের বদলি আদেশে সই করেছেন। কনস্টেবলদের নতুন থানা কিংবা ফাঁড়িতে যোগ দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত ২১৮ জন উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), শহর উপপরিদর্শক (টিএসআই) ও সহকারী শহর উপপরিদর্শককে (এটিএসআই) বদলি করা হয়। এর মধ্যে ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই, একজন টিএসআই ও দুজন এটিএসআই ছিলেন।
আরএমপির এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে তাঁদের রদবদল করা হয়।
একইভাবে পুলিশ কনস্টেবলদেরও এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে রদবদল করা হয়েছে। মধ্যশহরের থানা কিংবা ফাঁড়িতে যারা ছিলেন তাঁদের শহরতলিতে পাঠানো হয়েছে। আবার শহরতলির থানাগুলো থেকে কনস্টেবলদের আনা হয়েছে মধ্যশহরে। নতুন কর্মস্থলে পুরোনো সহকর্মীদের যেন কেউ একই থানা কিংবা ফাঁড়িতে না পান, সেটিও নিশ্চিত করা হয়েছে। আরএমপিতে এভাবে আর কখনো পুলিশ সদস্যদের বদলি হয়নি।
সূত্র বলছে, অনেক পুলিশ সদস্য একই থানায় বছরের পর বছর ধরে ছিলেন। নানা বিতর্কেও জড়াচ্ছিলেন তাঁরা।
সম্প্রতি নগরীর একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিশেষ অঙ্গ তাঁর স্ত্রী কেটে ফেলেন। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল স্ত্রীর। আরেক ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে ফাঁড়ির ভেতরেই এক নারীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্যদের জুয়া খেলায় জড়িয়ে পড়া, মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলাসহ আরও নানা কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছেন পুলিশ কমিশনার।
এসব ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়ে আরএমপি। তাই আরএমপিকে ঢেলে সাজাতে শুরু করেছেন পুলিশ কমিশনার। প্রথম দফায় ২১৮ জনকে বদলির বিষয়টি পুলিশ সদর দপ্তর ইতিবাচক হিসেবে দেখেছে। ফলে কনস্টেবলদেরও একযোগে বদলি করা হলো।
এ বিষয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক গতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ কেউ একই থানায় পাঁচ বছর থেকে ১৩ বছর পর্যন্ত ছিলেন। এখন যাঁরা কম গুরুত্বপূর্ণ থানাগুলোতে ছিলেন, তাঁরাও তো ভালো থানায় আসতে চান। সে কারণে এই রদবদল করা হয়েছে। এতে পুলিশের কার্যক্রমে আরও গতি ফিরবে। নতুন জায়গায় নতুন উদ্যমে পুলিশ সদস্যরা কাজ করবেন। সে কারণেই এই বদলি।’
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় এবার পুলিশ কনস্টেবল পদে রদবদল করা হয়েছে।
সম্প্রতি পুলিশ প্রধান বেনজীর আহমেদ রাজশাহী সফর করে যাওয়ার পর আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ৬৬৭ জন কনস্টেবলের বদলি আদেশে সই করেছেন। কনস্টেবলদের নতুন থানা কিংবা ফাঁড়িতে যোগ দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত ২১৮ জন উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), শহর উপপরিদর্শক (টিএসআই) ও সহকারী শহর উপপরিদর্শককে (এটিএসআই) বদলি করা হয়। এর মধ্যে ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই, একজন টিএসআই ও দুজন এটিএসআই ছিলেন।
আরএমপির এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে তাঁদের রদবদল করা হয়।
একইভাবে পুলিশ কনস্টেবলদেরও এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে রদবদল করা হয়েছে। মধ্যশহরের থানা কিংবা ফাঁড়িতে যারা ছিলেন তাঁদের শহরতলিতে পাঠানো হয়েছে। আবার শহরতলির থানাগুলো থেকে কনস্টেবলদের আনা হয়েছে মধ্যশহরে। নতুন কর্মস্থলে পুরোনো সহকর্মীদের যেন কেউ একই থানা কিংবা ফাঁড়িতে না পান, সেটিও নিশ্চিত করা হয়েছে। আরএমপিতে এভাবে আর কখনো পুলিশ সদস্যদের বদলি হয়নি।
সূত্র বলছে, অনেক পুলিশ সদস্য একই থানায় বছরের পর বছর ধরে ছিলেন। নানা বিতর্কেও জড়াচ্ছিলেন তাঁরা।
সম্প্রতি নগরীর একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিশেষ অঙ্গ তাঁর স্ত্রী কেটে ফেলেন। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল স্ত্রীর। আরেক ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে ফাঁড়ির ভেতরেই এক নারীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্যদের জুয়া খেলায় জড়িয়ে পড়া, মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলাসহ আরও নানা কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছেন পুলিশ কমিশনার।
এসব ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়ে আরএমপি। তাই আরএমপিকে ঢেলে সাজাতে শুরু করেছেন পুলিশ কমিশনার। প্রথম দফায় ২১৮ জনকে বদলির বিষয়টি পুলিশ সদর দপ্তর ইতিবাচক হিসেবে দেখেছে। ফলে কনস্টেবলদেরও একযোগে বদলি করা হলো।
এ বিষয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক গতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ কেউ একই থানায় পাঁচ বছর থেকে ১৩ বছর পর্যন্ত ছিলেন। এখন যাঁরা কম গুরুত্বপূর্ণ থানাগুলোতে ছিলেন, তাঁরাও তো ভালো থানায় আসতে চান। সে কারণে এই রদবদল করা হয়েছে। এতে পুলিশের কার্যক্রমে আরও গতি ফিরবে। নতুন জায়গায় নতুন উদ্যমে পুলিশ সদস্যরা কাজ করবেন। সে কারণেই এই বদলি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪