Ajker Patrika

প্রতিবন্ধিতা দমাতে পারেনি উদ্যমী আলীর পথচলা

অরূপ রায়, সাভার
প্রতিবন্ধিতা দমাতে পারেনি উদ্যমী আলীর পথচলা

জন্ম থেকেই দুই পা ও পিঠ বাঁকা। চলাফেরা করেন পা বাঁকা করে। এর পরেও থেমে নেই আহাম্মেদ আলীর পথচলা। গরিব পরিবারে জন্ম নেওয়া এই প্রতিবন্ধী যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে নিজের পড়ালেখার পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।

আহাম্মেদ আলীর জন্ম ১৯৯৭ সালে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের দলপাড়া গ্রামে। তিনি এখন সাভার সরকারি কলেজে স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্র। প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও বাবা-মায়ের অনুপ্রেরণাতেই তাঁর এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

‘হাউশে বিদ্যা, কৃপণে ধন’ মায়ের মুখে এই উক্তি শুনে ছোট্ট বয়সেই আহাম্মেদ আলী পড়ালেখায় আগ্রহী হন। ভর্তি হন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মধুপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মধুপুর কাজীপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বদরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। এরপর ২০১৬ সালে সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকে (সম্মান) ভর্তি হন।

আহাম্মেদ আলী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করতেন মায়ের কোলে চেপে। মাধ্যমিকে তাঁর বাহন ছিল নিজের বানানো একটি ঠেলাগাড়ি, যা তাঁর বাবা-মা ঠেলে নিয়ে যেতেন। কলেজে ভর্তি হওয়ার পর একটি বেসরকারি সংস্থা থেকে তিন চাকার বিশেষ ধরনের একটি বাইসাইকেল সহায়তা পেয়েছিলেন। অন্যের সহায়তা ছাড়াই তিনি ওই সাইকেলে যাতায়াত করতেন। সাভার সরকারি কলেজে ভর্তি হওয়ার পর চলাচলের জন্য তিনি ওই সাইকেলের আদলে একটি ব্যাটারিচালিত মোটরসাইকেল তৈরি করে নিয়েছেন। তবে ব্যাটারির অভাবে অচল হয়ে পড়ায় তিনি এখন সেটি ব্যবহার করতে পারছেন না।

আহাম্মেদ আলী জানান, সাভারে আসার পর প্রথমে তিনি টিউশনি করিয়ে পড়ালেখার খরচসহ নিজের প্রয়োজন মেটাতেন। থাকতেন একটি মেসে। কয়েক মাস পর কলেজ ক্যাম্পাসের ভেতরে সিঁড়ি কোঠায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাঁকে। দুই বছর সেখানেই ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি কলেজের সামনে একটি গ্যারেজে রিকশা মেরামতের কাজ শেখেন। ওই গ্যারেজ থেকেই তিনি রিকশা চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের জন্য শুরু করেন রিকশা চালানো। এতে যা আয় হয় তাতে নিজের পড়ালেখা, ঘরভাড়াসহ খাওয়া খরচ মিটিয়ে প্রতি মাসেই বাড়িতে টাকা পাঠান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত