Ajker Patrika

চোখে অন্ধকার, মনের জোরে চলে সংসার

ভোলা প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০২
চোখে অন্ধকার, মনের জোরে চলে সংসার

বাঁ চোখে দেখেন ঝাপসা। কিন্তু ডান চোখে কিছুই দেখতে পান না। জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী। নিজস্ব জায়গাজমি বলতে শুধু মাথা গোঁজার ঠাঁইটুকু। মাটির তৈরি দুটি কক্ষে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে কোনোমতে দিনাতিপাত করেন। এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম খেলেও ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েননি ভোলা পৌরসভার কাঠালী গ্রামের মো. সেলিমের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী মো. আবু সাইদ মামুন (৩০)। চা বিক্রি করে চার সদস্যের সংসার চালাচ্ছেন। অন্যের কাছে হাত না পেতে কর্ম করে জীবিকা নির্বাহ করার মধ্যে যে সুখ তার অনন্য উদাহরণ দৃষ্টিপ্রতিবন্ধী মামুন।

জানা গেছে, ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুগীরঘোল এলাকার জৈনপুরী পীর সাহেবের খানকা সড়কের পাশে অন্যের জমিতে চায়ের দোকান দিয়েছেন মামুন। চা বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে চলে সংসার।

মামুন বলেন, ‘স্থানীয় বাসিন্দা হারুন মিয়ার জমিতে চায়ের দোকান দিয়ে প্রায় ১০ বছর ধরে জীবিকা নির্বাহ করছি। দুই মাস হলো মালিক তাঁর জমি বিক্রি করে দেন। এখন বাধ্য হয়ে চায়ের দোকান সরিয়ে নিয়েছি। নিজের জমি না থাকায় জৈনপুরী পীর সাহেবের খানকা সড়কের পাশে নতুন করে চায়ের দোকান দিয়েছি।’

তিনি আরও জানান, চা বিক্রি করে প্রতিদিন ৫০০-৬০০ টাকা আয় হয়। তা দিয়েই চলছে তাঁর সংসার।

জমির মালিক আলী আশ্রাফ মন্টু বলেন, ‘মামুন একজন অসহায় ও দরিদ্র মানুষ। আগে যে জায়গায় তিনি চা বিক্রি করতেন, সেই জমির মালিক জমি বিক্রি করায় দোকান ছাড়তে বাধ্য হন। তিনি আপাতত আমার জমিতে দোকান দিয়েছেন।’

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মো. হানিফ বলেন, মামুন অন্ধ হয়েও চা বিক্রি করে সংসার চালাচ্ছেন। ধর্মে ভিক্ষা করা নিষেধ। তাই ভিক্ষা না করে কাজ করে খাচ্ছেন জন্মান্ধ মামুন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামুন একজন প্রতিবন্ধী। তাঁর বাবা-মা কেউ নেই। তাঁরা দুই ভাই, দুই বোন। তাঁদের বিভিন্নভাবে সহায়তা করছি। তাঁর ছোট ভাইয়ের চাকরির ব্যবস্থা করেছি। মামুনও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।’

৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম বলেন, অন্ধ হয়েও যে জীবিকা নির্বাহ করা যায়, তা মামুনের কাছ থেকে সবার শেখা উচিত। তিনি ভিক্ষা না করে খেটে খাচ্ছেন। দুই চোখে ভালো করে দেখতে পান না। তবুও থেমে নেই তাঁর জীবন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত