এম. কে. দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রত্যাশীদের নানামুখী কার্যক্রমে বেশ সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। দলীয় কার্যালয় থেকে শুরু করে হাটবাজার, চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা। রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন নেতারা। সীমিত আকারে কার্যক্রম দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও (চরমোনাই)।
আসনের বর্তমান এমপি ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী। টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি। ভোটের মাঠে আওয়ামী লীগের এই নেতার বেশ ভালোই প্রভাব রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, ভোটের মাঠে বেশ জনপ্রিয় নাম এখন বিএনপির দুবারের এমপি সুলতান মাহমুদ বাবু। বিএনপি থেকে একমাত্র তিনিই মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা-কর্মী। নির্বাচন সুষ্ঠু হলে এবার বাজিমাত করতে পারেন বাবু।
ফরিদুল হক খান দুলাল ছাড়াও এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। আলোচনায় আছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, শিল্পপতি এস এম শাহীনুজ্জামান শাহীন, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবি, ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জিয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী শাহাজাহান আলী মণ্ডল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদ হ্যাপী এবং জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি মোস্তফা আল মাহমুদ।
আওয়ামী লীগের দলীয় কোন্দলে নেতা-কর্মীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ায় এই আসন তাদের দখলে থাকবে, নাকি বিএনপি কিংবা জাপার দখলে যাবে, তা নিয়ে যুক্তিতর্কে জমে উঠেছে মাঠ। অপরদিকে উপজেলা বিএনপিসহ দলীয় অঙ্গসংগঠনের কমিটিতে পরীক্ষিত যোগ্য নেতাদের স্থান না দিয়ে অবমূল্যায়ন করায় প্রকাশ্যে দলে বিভক্তির রূপ না দেখা গেলেও ভেতরে-ভেতরে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব চলছে।
গত নির্বাচন পর্যন্ত ফরিদুল হক খান দুলাল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবির মধ্যে দুটি গ্রুপ সীমাবদ্ধ থাকলেও এবার তরুণ শিল্পপতি শাহীনুজ্জামান শাহীনের এলাকায় আগমনে নতুন করে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা। এ ছাড়া দলের ভেতর থেকেই আব্দুল কাদের সেখকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তাঁর বিরুদ্ধে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ তোলে রাজনৈতিকভাবে তাঁকে কোণঠাসা করতে উঠেপড়ে লাগার অভিযোগ উঠেছে।
তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ কর্মীরা বলছেন, সরকারের উন্নয়নের ধারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে যদি দলীয় কোন্দল নিরসন না হয়, তবে সুযোগ নেবে জাপা, না হয় বিএনপি। দ্বন্দ্বে বিভক্ত হয়ে এমপি ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তবে এলাকায় রাজনৈতিক অবস্থানের দিক দিয়ে এগিয়ে আছেন ফরিদুল হক খান দুলাল। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতেই রয়েছে তাঁর সমর্থিত ইউপি চেয়ারম্যান।
এ ব্যাপারে ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এখানকার আওয়ামী লীগ সুসংগঠিত। আগামী নির্বাচনে দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। দলে কোনো বিভক্তি আছে বলে মনে করি না।’ তবে হোসনে আরা বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। নিশ্চয় দল কাজের মূল্যায়ন করবে এবং আমাকেই মনোনয়ন দেবে।’ এস এম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।’
আসনে প্রধান বিরোধী দল বিএনপির জয়ের সম্ভাবনাও একেবারে কম নয়। তবে দলটিতে প্রকাশ্যে রাজনৈতিক বিভক্তি দেখা না গেলেও কমিটিতে পদ-পদবি নিয়ে নেতা-কর্মীদের মাঝে রয়েছে অন্তর্দ্বন্দ্ব। ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ বাবু এমপি নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করায় ভোটের মাঠে তাঁর রয়েছে শক্ত অবস্থান। তবে নেতারা বলছেন, রাজপথে নামার আগেই সক্রিয় নেতা-কর্মীদের ওপর গায়েবি মামলা দিয়ে ঘরছাড়া করা হয়েছে। মানুষ সময়ের অপেক্ষায় আছে।
বিএনপির সুলতান মাহমুদ বাবু বলেন, ‘এ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো আমিই দুবার নির্বাচিত হয়েছিলাম। আমার ওপর দলের যেমন আস্থা রয়েছে, আমিও দলের ওপর আস্থা রেখে এলাকাবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। এখনকার বিএনপি যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট গ্রহণ করা হলে এ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রত্যাশীদের নানামুখী কার্যক্রমে বেশ সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। দলীয় কার্যালয় থেকে শুরু করে হাটবাজার, চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা। রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন নেতারা। সীমিত আকারে কার্যক্রম দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও (চরমোনাই)।
আসনের বর্তমান এমপি ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী। টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি। ভোটের মাঠে আওয়ামী লীগের এই নেতার বেশ ভালোই প্রভাব রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, ভোটের মাঠে বেশ জনপ্রিয় নাম এখন বিএনপির দুবারের এমপি সুলতান মাহমুদ বাবু। বিএনপি থেকে একমাত্র তিনিই মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা-কর্মী। নির্বাচন সুষ্ঠু হলে এবার বাজিমাত করতে পারেন বাবু।
ফরিদুল হক খান দুলাল ছাড়াও এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। আলোচনায় আছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, শিল্পপতি এস এম শাহীনুজ্জামান শাহীন, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবি, ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জিয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী শাহাজাহান আলী মণ্ডল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদ হ্যাপী এবং জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি মোস্তফা আল মাহমুদ।
আওয়ামী লীগের দলীয় কোন্দলে নেতা-কর্মীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ায় এই আসন তাদের দখলে থাকবে, নাকি বিএনপি কিংবা জাপার দখলে যাবে, তা নিয়ে যুক্তিতর্কে জমে উঠেছে মাঠ। অপরদিকে উপজেলা বিএনপিসহ দলীয় অঙ্গসংগঠনের কমিটিতে পরীক্ষিত যোগ্য নেতাদের স্থান না দিয়ে অবমূল্যায়ন করায় প্রকাশ্যে দলে বিভক্তির রূপ না দেখা গেলেও ভেতরে-ভেতরে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব চলছে।
গত নির্বাচন পর্যন্ত ফরিদুল হক খান দুলাল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবির মধ্যে দুটি গ্রুপ সীমাবদ্ধ থাকলেও এবার তরুণ শিল্পপতি শাহীনুজ্জামান শাহীনের এলাকায় আগমনে নতুন করে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা। এ ছাড়া দলের ভেতর থেকেই আব্দুল কাদের সেখকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তাঁর বিরুদ্ধে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ তোলে রাজনৈতিকভাবে তাঁকে কোণঠাসা করতে উঠেপড়ে লাগার অভিযোগ উঠেছে।
তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ কর্মীরা বলছেন, সরকারের উন্নয়নের ধারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে যদি দলীয় কোন্দল নিরসন না হয়, তবে সুযোগ নেবে জাপা, না হয় বিএনপি। দ্বন্দ্বে বিভক্ত হয়ে এমপি ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তবে এলাকায় রাজনৈতিক অবস্থানের দিক দিয়ে এগিয়ে আছেন ফরিদুল হক খান দুলাল। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতেই রয়েছে তাঁর সমর্থিত ইউপি চেয়ারম্যান।
এ ব্যাপারে ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এখানকার আওয়ামী লীগ সুসংগঠিত। আগামী নির্বাচনে দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। দলে কোনো বিভক্তি আছে বলে মনে করি না।’ তবে হোসনে আরা বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। নিশ্চয় দল কাজের মূল্যায়ন করবে এবং আমাকেই মনোনয়ন দেবে।’ এস এম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।’
আসনে প্রধান বিরোধী দল বিএনপির জয়ের সম্ভাবনাও একেবারে কম নয়। তবে দলটিতে প্রকাশ্যে রাজনৈতিক বিভক্তি দেখা না গেলেও কমিটিতে পদ-পদবি নিয়ে নেতা-কর্মীদের মাঝে রয়েছে অন্তর্দ্বন্দ্ব। ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ বাবু এমপি নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করায় ভোটের মাঠে তাঁর রয়েছে শক্ত অবস্থান। তবে নেতারা বলছেন, রাজপথে নামার আগেই সক্রিয় নেতা-কর্মীদের ওপর গায়েবি মামলা দিয়ে ঘরছাড়া করা হয়েছে। মানুষ সময়ের অপেক্ষায় আছে।
বিএনপির সুলতান মাহমুদ বাবু বলেন, ‘এ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো আমিই দুবার নির্বাচিত হয়েছিলাম। আমার ওপর দলের যেমন আস্থা রয়েছে, আমিও দলের ওপর আস্থা রেখে এলাকাবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। এখনকার বিএনপি যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট গ্রহণ করা হলে এ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫