Ajker Patrika

বশেফমুবিপ্রবিতে বিজয় দিবস উদ্‌যাপিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
বশেফমুবিপ্রবিতে বিজয় দিবস উদ্‌যাপিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

এরপর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ঠিকাদার এবং আলোচিত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন-‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সম্মাননা-সংবর্ধনা দিতে হবে। বঙ্গবন্ধুর পাশে থেকে প্রেরণা দিয়েছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ড. আব্দুস ছাত্তার, সিএসই বিভাগের ড. মাহমুদুল আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত