Ajker Patrika

দাফনের এক মাস পর শিশুর লাশ উত্তোলন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪: ০০
Thumbnail image

গাইবান্ধার সাদুল্লাপুরে দাফনের এক মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শিশুটির নাম হাছিম রায়হান (২)। সে ওই গ্রামের রুবেল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ১১ জুলাই স্বজনদের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয় হাছিম। খোঁজাখুঁজির একপর্যায়ে ১২ জুলাই বাড়ির পাশের কূপে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্বজনেরা লাশ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

পরে হাছিমকে হত্যা করা হয়েছে দাবি করে গাইবান্ধা আদালতে মামলা করেন শিশুটির মা হোসনে মমতা তিথি। মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির আটজনকে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে গতকাল দুপুরে হাছিমের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। শিশুটিকে হত্যা হয়েছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত