Ajker Patrika

রংপুরে করদাতা ও কর আদায় বেড়েছে

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ০৯
রংপুরে করদাতা ও কর আদায় বেড়েছে

রংপুর কর অঞ্চলে করদাতার সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এ বছর করমেলা উপলক্ষে ৮৫ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যা গত বছরের তুলনায় ৭ হাজার বেশি। এ বছর ৫ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে রংপুর কর ভবন চত্বরে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সব তথ্য জানা যায়।

করোনা ভাইরাসের কারণে গত বছরের মতো এবারও আয়োজন করা হয়নি আয়কর মেলা। তবে মেলার বিকল্প হিসেবে গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সেবা প্রদানের সুযোগ রাখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, গত বছরের তুলনায় করদাতা ও আয়কর উভয়েই বেড়েছে। গত নভেম্বরের ২৯ দিনে ৭৮ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। আয়কর আদায় হয়েছিল ২৩ কোটি টাকা। এ বছর একই সময়ে তা বেড়ে ২৮ কোটি হয়েছে। রংপুর অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম খান প্রমুখ।

এর আগে সকালে কর ভবন চত্বরে বেলুন উড়িয়ে আয়কর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত