Ajker Patrika

‘একাত্তরে বন্দরের শ্রমিকদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ৪১
Thumbnail image

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘১৯৭১ সালে বাঙালিদের দমন করার জন্য পাকিস্তানি সোয়াত জাহাজে করে বিপুল পরিমাণের অস্ত্র নিয়ে বন্দরে নোঙর করতে চেয়েছিল। তবে তা প্রতিরোধ করেছিলেন এই বন্দরের শ্রমিকেরা। সেদিন পাকিস্তানি সেনাদের আক্রমণে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তাই বন্দর শ্রমিকদের এই আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, থাকবে।’

গতকাল সোমবার বিকেলে র্পোট কলোনির শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা বলেন। জাতীয় শ্রমিক নেতা শামশুল হক শফির স্মরণে বন্দর এলাকার নাগরিক কমিটি এই সভার আয়োজন করে।

রেজাউল করিম আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাচীন ও প্রকৃতিগত বন্দর। বন্দরের ইতিহাস হাজার বছরের। এই বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হয়। অর্থাৎ চট্টগ্রাম বন্দর বাঁচলে দেশ বাঁচবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বন্দরের শ্রমিকেরা ইতিহাসের অনেক ঐতিহ্যবাহী ঘটনার সাক্ষী।’

শ্রমিক নেতা শামশুল হক শফির প্রসঙ্গ তুলে মেয়র বলেন, শামশুল হক শফি ছাত্র জীবনে র্পোট কলোনিতে ছাত্রলীগের নেতা হিসেবে সাংগঠনিক কাজ শুরু করেন। পরবর্তীকালে চট্টগ্রাম বন্দরে চাকরি নিয়ে চট্টল বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে শ্রমিক রাজনীতিতে জড়িয়ে ছিলেন। তাঁর নেতৃত্বেই বন্দর রক্ষা আন্দোলনসহ শ্রমিকদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব হয়েছিল।

বীর মুক্তিযোদ্ধা রেদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ডক বন্দর শ্রমিক লীগ ফেডারেশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, নারী নেত্রী নূরজাহান বারী, এ কে এম আলাউদ্দিন, শওকত হোসেন জগলু, মোকারম হোসাইন, সাইফুর রহমান স্বপন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, আব্দুল ওয়াহাব, নাছির উদ্দিন শামীম, সৈয়দ আহমদ বাদল, মো. সোলায়মান, আবু বক্কর মোল্লা, শামসুদ্দিন টুনু, আমির হোসেন, আব্দুর রহিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত