নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘১৯৭১ সালে বাঙালিদের দমন করার জন্য পাকিস্তানি সোয়াত জাহাজে করে বিপুল পরিমাণের অস্ত্র নিয়ে বন্দরে নোঙর করতে চেয়েছিল। তবে তা প্রতিরোধ করেছিলেন এই বন্দরের শ্রমিকেরা। সেদিন পাকিস্তানি সেনাদের আক্রমণে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তাই বন্দর শ্রমিকদের এই আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, থাকবে।’
গতকাল সোমবার বিকেলে র্পোট কলোনির শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা বলেন। জাতীয় শ্রমিক নেতা শামশুল হক শফির স্মরণে বন্দর এলাকার নাগরিক কমিটি এই সভার আয়োজন করে।
রেজাউল করিম আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাচীন ও প্রকৃতিগত বন্দর। বন্দরের ইতিহাস হাজার বছরের। এই বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হয়। অর্থাৎ চট্টগ্রাম বন্দর বাঁচলে দেশ বাঁচবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বন্দরের শ্রমিকেরা ইতিহাসের অনেক ঐতিহ্যবাহী ঘটনার সাক্ষী।’
শ্রমিক নেতা শামশুল হক শফির প্রসঙ্গ তুলে মেয়র বলেন, শামশুল হক শফি ছাত্র জীবনে র্পোট কলোনিতে ছাত্রলীগের নেতা হিসেবে সাংগঠনিক কাজ শুরু করেন। পরবর্তীকালে চট্টগ্রাম বন্দরে চাকরি নিয়ে চট্টল বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে শ্রমিক রাজনীতিতে জড়িয়ে ছিলেন। তাঁর নেতৃত্বেই বন্দর রক্ষা আন্দোলনসহ শ্রমিকদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব হয়েছিল।
বীর মুক্তিযোদ্ধা রেদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ডক বন্দর শ্রমিক লীগ ফেডারেশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, নারী নেত্রী নূরজাহান বারী, এ কে এম আলাউদ্দিন, শওকত হোসেন জগলু, মোকারম হোসাইন, সাইফুর রহমান স্বপন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, আব্দুল ওয়াহাব, নাছির উদ্দিন শামীম, সৈয়দ আহমদ বাদল, মো. সোলায়মান, আবু বক্কর মোল্লা, শামসুদ্দিন টুনু, আমির হোসেন, আব্দুর রহিম প্রমুখ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘১৯৭১ সালে বাঙালিদের দমন করার জন্য পাকিস্তানি সোয়াত জাহাজে করে বিপুল পরিমাণের অস্ত্র নিয়ে বন্দরে নোঙর করতে চেয়েছিল। তবে তা প্রতিরোধ করেছিলেন এই বন্দরের শ্রমিকেরা। সেদিন পাকিস্তানি সেনাদের আক্রমণে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তাই বন্দর শ্রমিকদের এই আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, থাকবে।’
গতকাল সোমবার বিকেলে র্পোট কলোনির শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা বলেন। জাতীয় শ্রমিক নেতা শামশুল হক শফির স্মরণে বন্দর এলাকার নাগরিক কমিটি এই সভার আয়োজন করে।
রেজাউল করিম আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাচীন ও প্রকৃতিগত বন্দর। বন্দরের ইতিহাস হাজার বছরের। এই বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হয়। অর্থাৎ চট্টগ্রাম বন্দর বাঁচলে দেশ বাঁচবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বন্দরের শ্রমিকেরা ইতিহাসের অনেক ঐতিহ্যবাহী ঘটনার সাক্ষী।’
শ্রমিক নেতা শামশুল হক শফির প্রসঙ্গ তুলে মেয়র বলেন, শামশুল হক শফি ছাত্র জীবনে র্পোট কলোনিতে ছাত্রলীগের নেতা হিসেবে সাংগঠনিক কাজ শুরু করেন। পরবর্তীকালে চট্টগ্রাম বন্দরে চাকরি নিয়ে চট্টল বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে শ্রমিক রাজনীতিতে জড়িয়ে ছিলেন। তাঁর নেতৃত্বেই বন্দর রক্ষা আন্দোলনসহ শ্রমিকদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব হয়েছিল।
বীর মুক্তিযোদ্ধা রেদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ডক বন্দর শ্রমিক লীগ ফেডারেশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, নারী নেত্রী নূরজাহান বারী, এ কে এম আলাউদ্দিন, শওকত হোসেন জগলু, মোকারম হোসাইন, সাইফুর রহমান স্বপন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, আব্দুল ওয়াহাব, নাছির উদ্দিন শামীম, সৈয়দ আহমদ বাদল, মো. সোলায়মান, আবু বক্কর মোল্লা, শামসুদ্দিন টুনু, আমির হোসেন, আব্দুর রহিম প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪