Ajker Patrika

বেড়ায় ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
বেড়ায় ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সপাবনার বেড়া পৌর নির্বাচনে পরাজিত চার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সদ্য বিদায়ী মেয়র আব্দুল বাতেনও রয়েছেন। তিনি নবনির্বাচিত মেয়র আসিফ শামস রঞ্জনের চাচা ও স্থানীয় সাংসদ শামসুল হক টুকু ভাই।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গত রোববার ভোট পর্যালোচনা করে দেখা গেছে, ৪২ হাজার ৯১০ ভোটের মধ্যে ৩০ হাজার ৬৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছেন। নিয়মানুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশ অর্থাৎ ৩ হাজার ৭৫৪ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের জামানত হারাবেন। সে ক্ষেত্রে পরাজিত ৪ প্রার্থীর কেউ ওই ভোট না পাওয়ায় তাঁদের জামানত হারান। সে ক্ষেত্রে নারকেলগাছ প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট, রেল ইঞ্জিন প্রতীকের আ ফ ম ফজলুর রহমান মাসুদ পেয়েছেন ৩ হাজার ৪৭৯ ভোট, কে এম আব্দুল্লাহ জগ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট ও সাদিয়া আলম মোবাইল প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নির্দেশিকা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্বস্তি

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...