রাসেল আহমেদ, তেরখাদা (খুলনা)
খুলনার তেরখাদা উপজেলায় শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমানের পরিবর্তন হচ্ছে। হাঁস-মুরগি, গরু-ছাগল পালনসহ বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করে সচ্ছল হচ্ছেন তাঁরা। ভাগ্যবদলে জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার পাশাপাশি নিজেরাই নানা উদ্যোগ নিয়েছেন একসময়ের আশ্রয়হীন মানুষগুলো।
সরেজমিন দেখা যায়, উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কোদলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে ৪০টি ঘর রয়েছে। এখানকার বাসিন্দারা বাড়ির আঙিনায় শাকসবজির চাষ করছেন। পালন করছেন হাঁস-মুরগি ও গরু-ছাগল। শাকসবজির পাশাপাশি হাঁস-মুরগি, ডিম-দুধ বিক্রি করে অর্থ উপার্জন করছেন তাঁরা। সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন।
কোদলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জামিলা বেগম জানান, আগে স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনো রকমে জরাজীর্ণ একটি বাড়িতে থাকতেন। দিনমজুর স্বামী মাসুদ মোল্লার সামান্য আয় দিয়ে অভাব-অনটনের মধ্যে কোনো রকমে দিন কাটত তাঁদের। অর্থের অভাবে সন্তানদের ভালো পড়াশোনা, জামাকাপড় ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়ত। কিন্তু ২০২১ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া দুই শতক জমিসহ সেমিপাকা ঘর পেয়ে জীবন বদলে গেছে তাঁদের।
ঘরের সামনের আঙিনায় মৌসুমি শাকসবজির চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি কোদলা বাজারে বিক্রি করেন। তা ছাড়া সংসারের কাজের পাশাপাশি ছাগল পালন করে বাড়তি আয় করেন তিনি। তাঁর স্বামী দিনমজুরের পাশাপাশি সবজিবাগানে কাজ করেন। বর্তমানে এই আয় থেকে চলছে তাঁর সংসার ও ছেলেমেয়ের ভরণপোষণ। স্বাবলম্বী হতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত।
আশ্রয়ণ প্রকল্পের অপর বাসিন্দা আম্বিয়া বেগম বলেন, ‘সংসারের কাজের পর রাত-দিন সেলাই মেশিন চালিয়ে আশ্রয়ণ ও আশপাশের লোকজনের জামাকাপড় তৈরি করি। স্বামী দিনমজুরের পাশাপাশি বাঁশ ও বেতের ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করেন। আশ্রয়ণের অন্য বাসিন্দাদের মতো আমি ও আমার স্বামী ঘরের আঙিনায় শাকসবজির চাষ করি। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি পাশের কোদলা বাজারে বিক্রি করি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ‘প্রায় ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছে। বর্তমানে তৃতীয় ধাপে ৬৫টি ঘরের নির্মাণকাজ চলমান। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যোগ্যদের চিহ্নিত করে জমি ও ঘর দেওয়া হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অসহায় ও আশ্রয়হীন মানুষদের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করে যুগান্তকারী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘আশ্রয়ণের বাসিন্দাদের সচ্ছলতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাঁদের জীবনমান উন্নয়নে নিজেরাই এগিয়ে এসেছেন। সরকারের পক্ষ থেকে আমরা তাঁদের সহযোগিতা করছি।’
খুলনার তেরখাদা উপজেলায় শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমানের পরিবর্তন হচ্ছে। হাঁস-মুরগি, গরু-ছাগল পালনসহ বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করে সচ্ছল হচ্ছেন তাঁরা। ভাগ্যবদলে জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার পাশাপাশি নিজেরাই নানা উদ্যোগ নিয়েছেন একসময়ের আশ্রয়হীন মানুষগুলো।
সরেজমিন দেখা যায়, উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কোদলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে ৪০টি ঘর রয়েছে। এখানকার বাসিন্দারা বাড়ির আঙিনায় শাকসবজির চাষ করছেন। পালন করছেন হাঁস-মুরগি ও গরু-ছাগল। শাকসবজির পাশাপাশি হাঁস-মুরগি, ডিম-দুধ বিক্রি করে অর্থ উপার্জন করছেন তাঁরা। সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন।
কোদলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জামিলা বেগম জানান, আগে স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনো রকমে জরাজীর্ণ একটি বাড়িতে থাকতেন। দিনমজুর স্বামী মাসুদ মোল্লার সামান্য আয় দিয়ে অভাব-অনটনের মধ্যে কোনো রকমে দিন কাটত তাঁদের। অর্থের অভাবে সন্তানদের ভালো পড়াশোনা, জামাকাপড় ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়ত। কিন্তু ২০২১ সালে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া দুই শতক জমিসহ সেমিপাকা ঘর পেয়ে জীবন বদলে গেছে তাঁদের।
ঘরের সামনের আঙিনায় মৌসুমি শাকসবজির চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি কোদলা বাজারে বিক্রি করেন। তা ছাড়া সংসারের কাজের পাশাপাশি ছাগল পালন করে বাড়তি আয় করেন তিনি। তাঁর স্বামী দিনমজুরের পাশাপাশি সবজিবাগানে কাজ করেন। বর্তমানে এই আয় থেকে চলছে তাঁর সংসার ও ছেলেমেয়ের ভরণপোষণ। স্বাবলম্বী হতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত।
আশ্রয়ণ প্রকল্পের অপর বাসিন্দা আম্বিয়া বেগম বলেন, ‘সংসারের কাজের পর রাত-দিন সেলাই মেশিন চালিয়ে আশ্রয়ণ ও আশপাশের লোকজনের জামাকাপড় তৈরি করি। স্বামী দিনমজুরের পাশাপাশি বাঁশ ও বেতের ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করেন। আশ্রয়ণের অন্য বাসিন্দাদের মতো আমি ও আমার স্বামী ঘরের আঙিনায় শাকসবজির চাষ করি। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি পাশের কোদলা বাজারে বিক্রি করি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ‘প্রায় ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছে। বর্তমানে তৃতীয় ধাপে ৬৫টি ঘরের নির্মাণকাজ চলমান। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যোগ্যদের চিহ্নিত করে জমি ও ঘর দেওয়া হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অসহায় ও আশ্রয়হীন মানুষদের জন্য আশ্রয়ণের ব্যবস্থা করে যুগান্তকারী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘আশ্রয়ণের বাসিন্দাদের সচ্ছলতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাঁদের জীবনমান উন্নয়নে নিজেরাই এগিয়ে এসেছেন। সরকারের পক্ষ থেকে আমরা তাঁদের সহযোগিতা করছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫