Ajker Patrika

শুভ্র হত্যা মামলায় ৩ আসামি কারাগারে

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৯
শুভ্র হত্যা মামলায় ৩ আসামি কারাগারে

গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র (২৮) হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের বিচারক মাহবুবা আক্তার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন উত্তর জেলা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক (৪৫), তাঁর ছোট ভাই সৈয়দ মাজহারুল ইসলাম (৪০) এবং শরীয়ত উল্লাহ সুমন (৩৮)। আসামিরা আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ‍্যাডভোকেট শাজাহান কবীর সাজু এবং অ‍্যাডভোকেট কামরুল ইসলাম কিরণ।

আইনজীবীরা জানান, গত বছরের ১৭ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হাতে হত‍্যাকাণ্ডের শিকার হন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র। এর দুই দিন পর নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এর আগে ঘটনার দিন রাতেই মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ চারজনকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। মামলার ১৯ আসামির মধ্যে উচ্চ আদালতের জামিনে আছেন আটজন। বর্তমানে কারাগারে আছে ৭ আসামি। এ ছাড়া একজন আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত