Ajker Patrika

বিশেষায়িত চিকিৎসা রংপুরেই

রংপুর প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ৫২
বিশেষায়িত চিকিৎসা রংপুরেই

রংপুর বিভাগের আট জেলার বাসিন্দাদের ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য ঢাকায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এতে পোহাতে হয় নানা ভোগান্তি। অবশেষে এই ভোগান্তির অবসান হতে চলেছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধীনে ৪৬০ শয্যার সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ফলে এখান থেকেই আট জেলার মানুষ এসব বিশেষায়িত সেবা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রংপুর ছাড়াও দেশের আরও সাত বিভাগীয় শহরে একই আদলে সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ ইউনিটের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে রংপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র রায়, জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি প্রমুখ।

রমেক হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদে খুশি নগরীর বাসিন্দারা। তাঁরা বলছেন এমন সেবা চালু করা সময়ের দাবি ছিল।

কামাল কাচনা এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘গত বছর পরিবারের একজন সদস্যের ক্যানসার চিকিৎসার জন্য ঢাকায় দীর্ঘদিন পড়ে থাকতে হয়েছে। রংপুরে এই সুবিধা চালু হলে ভোগান্তি কমবে। অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে।’

এ বিষয়ে রমেক হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, সমন্বিত ইউনিট চালুর মাধ্যমে বিশেষায়িত এসব সেবার পরিধি বাড়ল। আগে স্বল্প পরিসরে এসব চিকিৎসা হতো। নতুন ইউনিট চালু হলে উন্নতমানের সরঞ্জামাদি আসবে। এ ছাড়া শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অধিক মানুষ সেবা পাবেন। এটি এই অঞ্চলের মানুষের জন্য একটি বড় পাওয়া।’

উদ্বোধন অনুষ্ঠানে ঢাকায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও সাংসদ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত