Ajker Patrika

পুলিশকে তথ্য দেওয়ায় আলমগীরকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৫১
পুলিশকে তথ্য দেওয়ায় আলমগীরকে হত্যা

পেশাদার মাদক ব্যবসায়ী রিমন। সংঘবদ্ধ চক্র নিয়ে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাঁর ব্যবসার জাল। রিমনের এমন অন্তরালের খবর ফাঁস করে দেন পুলিশের সোর্স আলমগীর। একপর্যায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছিল। সেই থেকে আলমগীরকে নিয়ে মনে ক্ষোভ পুষে রাখেন রিমন। জেল থেকে বের হয়ে প্রতিশোধপরায়ণ এই মাদক ব্যবসায়ী গত শুক্রবার খুন করেন রামপুরার পুলিশ সোর্স আলমগীরকে।

গতকাল সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি জানান, এ ঘটনায় গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে রিমন ওরফে লিমন এবং মহিউদ্দিন শিবলু নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। রামপুরার বৌবাজার এলাকায় তাঁরাই খুনের ঘটনায় জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিশোধের কথাই জানিয়েছেন রিমন।

মাহবুব বলেন, ঘটনার দিন আসামি মহিউদ্দিন শিবলু আলমগীরকে মোবাইল ফোনে ডেকে নেন। পরে রামপুরা থানার বৌবাজার আদর্শ গলিতে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর পরদিন ৩০ অক্টোবর হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর ঘটনায় আলমগীরের বাবা রামপুরা থানায় হত্যা মামলা করেন।

এই ডিবি কর্মকর্তা বলেন, মামলাটি থানা-পুলিশের পাশাপাশি ডিবিও ছায়া তদন্ত করেছিল। গ্রেপ্তার রিমনের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। হত্যায় ব্যবহৃত চাপাতিটিও উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত