Ajker Patrika

তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে ফের হুঁশিয়ারি চীনের

রয়টার্স, বেইজিং
আপডেট : ২১ জুলাই ২০২২, ১০: ০০
তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে ফের হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আগামী মাসে তাইওয়ান সফর করতে পারেন। যুক্তরাজ্যের গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের গত মঙ্গলবারের এক অনলাইন প্রতিবেদনে এই দাবি করা হয়। এরপর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে হুঁশিয়ারি দেয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজেন বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্র যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে, চীন সুনির্দিষ্ট ও জোরপূর্বক পদক্ষেপ নিতে বাধ্য হবে। আর এ জন্য দায়ী থাকবে ওয়াশিংটন।

টাইমসের প্রতিবেদন সম্পর্কে পেলোসির উপসহকারী ড্রু হ্যামিল বলেন, পেলোসির আন্তর্জাতিক সফর নিয়ে আগাম কোনো তথ্য দেওয়া যাবে না। কারণ, এটা নিরাপত্তার সঙ্গে যুক্ত।

গত এপ্রিলেই পেলোসির তাইওয়ান সফরের কথা ছিল। কিন্তু তাঁর করোনা শনাক্ত হওয়ায় তা বাতিল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত