আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২৪ মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারে মুখর এখন পৌর সদরের কলেজ বাজার এলাকা।
উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৮৩০। ২০২১ সালের ২ ডিসেম্বর আগের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। সেই কমিটি নতুন নির্বাচনের দিন ধার্য করে, সে অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহণ হবে।
নির্বাচনে সভাপতি পদের প্রার্থী এস এম জুলফিকার আলী শ্যামল এবং কাজি সফি উদ্দিন। সাধারণ সম্পাদক পদে আছেন সরদার নূরুন্নবী আরিফ, মিজানুর রহমান হাবু ও সাকিল হোসেন।
কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন, রিফাতুল হাসানসহ পাঁচজন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোখাদ্যের দোকানমালিক মুক্তাদুল হোসেন বলেন, দীর্ঘদিন পর এ নির্বাচন হওয়ায় তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের মধ্য থেকে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি জানান।
ডিম ব্যবসায়ী আনিছুন হক বলেন, ‘এবারের নির্বাচনে প্রবীণ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে। সৎ ও যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব।’
কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাবু বলেন, ‘আমি বিগত নির্বাচনে কলেজ বাজারের ব্যবসায়ীদের ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। বাজারের ব্যবসায়ীদের অনুরোধে এবারও একই পদে প্রার্থী হয়েছি।’
সাধারণ সম্পাদক পদে অপর এক প্রার্থী সরদার নূরুন্নবী আরিফ বলেন, ‘গত নির্বাচনে আমি মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলাম। জনগণ আমার সঙ্গে ছিল, কিন্তু ভাগ্য আমার সঙ্গে ছিল না। সেই আলোকেই জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁদের অনুরোধে আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছি।’
উপজেলা সমবায় কর্মকর্তা ও কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইয়াজ উদ্দিন মন্ডল বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। বাজারে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২৪ মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারে মুখর এখন পৌর সদরের কলেজ বাজার এলাকা।
উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৮৩০। ২০২১ সালের ২ ডিসেম্বর আগের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। সেই কমিটি নতুন নির্বাচনের দিন ধার্য করে, সে অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহণ হবে।
নির্বাচনে সভাপতি পদের প্রার্থী এস এম জুলফিকার আলী শ্যামল এবং কাজি সফি উদ্দিন। সাধারণ সম্পাদক পদে আছেন সরদার নূরুন্নবী আরিফ, মিজানুর রহমান হাবু ও সাকিল হোসেন।
কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন, রিফাতুল হাসানসহ পাঁচজন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোখাদ্যের দোকানমালিক মুক্তাদুল হোসেন বলেন, দীর্ঘদিন পর এ নির্বাচন হওয়ায় তাঁদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের মধ্য থেকে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি জানান।
ডিম ব্যবসায়ী আনিছুন হক বলেন, ‘এবারের নির্বাচনে প্রবীণ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে। সৎ ও যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব।’
কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাবু বলেন, ‘আমি বিগত নির্বাচনে কলেজ বাজারের ব্যবসায়ীদের ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। বাজারের ব্যবসায়ীদের অনুরোধে এবারও একই পদে প্রার্থী হয়েছি।’
সাধারণ সম্পাদক পদে অপর এক প্রার্থী সরদার নূরুন্নবী আরিফ বলেন, ‘গত নির্বাচনে আমি মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলাম। জনগণ আমার সঙ্গে ছিল, কিন্তু ভাগ্য আমার সঙ্গে ছিল না। সেই আলোকেই জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁদের অনুরোধে আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছি।’
উপজেলা সমবায় কর্মকর্তা ও কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইয়াজ উদ্দিন মন্ডল বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। বাজারে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫