Ajker Patrika

লড়াই জমছে ইংল্যান্ড-ইতালিতে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫: ৪৯
Thumbnail image

শেষ পর্বে এসে গেছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এখন চলছে এ মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতি। শীর্ষ পাঁচ লিগে ধীরে ধীরে শিরোপা মীমাংসার পথ স্পষ্ট হতে শুরু করেছে। তবে সামনের দিনগুলোয় জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ইংল্যান্ড আর ইতালিতে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি ‘আ’তে এখনই কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। এই দুই লিগে শেষ মুহূর্তে গিয়ে ওলট-পালট হতে পারে হিসাব-নিকাশ। সে তুলনায় অন্য লিগগুলো সুবিধাজনক অবস্থায় আছে শীর্ষ দলগুলো।

প্রিমিয়ার লিগ

গত জানুয়ারিতেও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ভাবা হচ্ছিল সম্ভাব্য চ্যাম্পিয়ন। তবে গত কদিনে হিসাব বদলে দিয়েছে লিভারপুল। সিটির হোঁচট ও নিজেদের দাপটে দারুণভাবে পয়েন্ট ব্যবধান কমিয়ে এখন শিরোপার অন্যতম দাবিদার তারা। বিরতিতে যাওয়ার আগে সিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। আগামী মাসে অবশ্য এই দুই দল ইতিহাদে একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ দিয়েও হতে পারে প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণ। এই দুই পরাশক্তির সঙ্গে লড়াইয়ে ছিল চেলসি। কিন্তু এখন আর নেই।

সিরি ‘আ’

সিরি ‘আ’তে লম্বা সময় পর শিরোপার সুবাস পাচ্ছে এসি মিলান। তবে একসময়ের পরাশক্তি মিলানের জন্য সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু পা ফসকালেই হতে পারে বড় বিপদ। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলানের চেয়ে। এমনকি তিন নম্বরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানেরও ভালো সম্ভাবনা আছে শেষ মুহূর্তে লড়াইয়ে ফেরার।

লা লিগা

লা লিগায় গত কিছুদিনে দারুণ ঘুরে দাঁড়িয়ে চমকে দিয়েছে বার্সেলোনা। তবে এখনো শিরোপা রেস থেকে অনেক দূরে আছে তারা। রিয়ালকে বিধ্বস্ত করার পরও ‘লস ব্লাঙ্কোস’দের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। অবিশ্বাস্য কিছু না হলে এই ব্যবধান কমিয়ে শিরোপা জেতা বার্সার জন্য কঠিন। দুইয়ে থাকা সেভিয়াও বার্সার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে।

বুন্দেসলিগা

বুন্দেসলিগায় এখনো সুযোগ আছে মসনদ বদলানোর। তবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নকে সরিয়ে সে জায়গা দখল করতে হলে দারুণ কিছু করে দেখাতে হলে বরুসিয়া ডর্টমুন্ডকে। শীর্ষে থাকা বাভারিয়ান জায়ান্টরা এগিয়ে আছে ৬ পয়েন্টে।

লিগ ওয়ান

ফরাসি লিগ ওয়ানে মেসি-নেইমারদের পিএসজির শিরোপা জেতা অনেকটাই নিশ্চিত। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫, দুইয়ে থাকা মার্শেই পিছিয়ে আছে ১২ পয়েন্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত