Ajker Patrika

বিনা মূল্যে কৃষি উপকরণ

নড়াইল প্রতিনিধ
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ২৬
বিনা মূল্যে কৃষি উপকরণ

নড়াইলে ৫ হাজার জন পুরুষ কৃষক ও মহিলা কৃষকের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বীজ ও সার দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বোরো ধানের উফসী ও হাইব্রীড (এসএল-৮) জাত ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে এ বিতরণ কার্যক্রম হয় । উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ কার্যক্রমের আওতায় ৩ হাজার জন হাইব্রীড (এসএল-৮) জাত ধান চাষির মধ্যে প্রত্যেককে ২ কেজি করে এবং ২ হাজার উফসী ধান চাষির মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয় । সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোতুর্জা স্বপন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল বিশ্বাস, সরকারি কর্মকর্তা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত