Ajker Patrika

শিশু অপহরণকারীর বিচার দাবিতে বিক্ষোভ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৯
শিশু অপহরণকারীর বিচার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিশু অপহরণ ও নির্যাতনের অভিযোগে স্থানীয় বাসিন্দা নাইচ মিয়ার দৃষ্টান্তমূলক বিচারের দাবি ও থানায় এ সংক্রান্ত মামলা না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

গত বুধবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে এলাকার সব শ্রেণিপেশার শত শত নারী–পুরুষ অংশ নেন। এতে বক্তব্য দেন দামোদরপুরের ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীন, তাজু মিয়া, জহুরুল ইসলাম, ছামিউল ইসলাম, নির্যাতিত শিশুটির বাবা এমদাদুল হক ও মা আনোয়ারা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের এমদাদুল হকের ৯ বছরের শিশু কন্যাকে গত ১৯ ডিসেম্বর দুপুরে জমি থেকে ধান কুড়িয়ে বাড়ি ফেরার পথে অপহরণ করে একই গ্রামের নাইচ মিয়া।

এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির মা আনায়ারা বেগম ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীনকে জানান। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেননি। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শিশুটির মাকে ফিরিয়ে দেয়। শিশু অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা নিতে ও এ ঘটনার সুষ্ঠু বিচার করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ঘটনার রাতে অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসীর সহায়তায় নাইচের বাড়ির একটি ঘরের টেবিলের নিচে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কান্তনগর–নলডাঙ্গা সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত