Ajker Patrika

হিন্দি সিনেমা আমদানিতে পরিচালক সমিতির শর্ত

হিন্দি সিনেমা আমদানিতে পরিচালক সমিতির শর্ত

সম্প্রতি দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে আলোচনা তুঙ্গে। নির্মাতা অনন্য মামুন তাঁর অ্যাকশন কাট নামের প্রতিষ্ঠানের ব্যানারে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করার আগ্রহ দেখানোর পর থেকেই পুরোনো আলোচনা নতুন করে প্রাণ ফিরে পায়। সেই চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায়নি চলচ্চিত্র সংগঠনগুলো। তবে জুড়ে দিচ্ছে শর্ত।

শিল্পীদের মতানৈক্য থাকলেও সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার জানিয়েছেন, হিন্দি সিনেমা আমদানিতে আপত্তি নেই তাঁদের। তবে সিনেমার লভ্যাংশের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে। শিল্পী সমিতির পর এবার শর্ত জুড়ে দিল পরিচালক সমিতি।

পরিচালক সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের হলে হিন্দি সিনেমার প্রদর্শনের বেলায় মাসের প্রথম দুই সপ্তাহে হলগুলোতে হিন্দি সিনেমা চালানো যাবে না। বছরের দুই ঈদে মুক্তি দেওয়া যাবে না কোনো হিন্দি সিনেমা। বছরে ৬ থেকে ১০টি সিনেমা আনা যেতে পারে। আপাতত হিন্দি সিনেমা আমদানির মেয়াদকাল হবে দুই বছর।

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘হিন্দি সিনেমা আমদানির পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের কথা হয়েছে। আমাদের হল বাঁচাতে ভারতীয় হিন্দি সিনেমা চলবে কি চলবে না, এ ব্যাপারে আমি মিটিংয়ে কমিটির সবার মতামত চেয়েছিলাম। আগের কিছু শর্তের সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা। মিটিংয়ের সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। তার আগে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮ সংগঠনেরও মতামত নেওয়া হবে।’

হিন্দি সিনেমার আমদানির বিষয়টি এখন মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে। সবুজসংকেত পেলে ফেব্রুয়ারিতেই দেশের সিনেমা হলে মুক্তি পেতে পারে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত