কবীর, পাঠান ও টাইগার—এ তিন গুপ্তচরকে নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করেছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর এ বছরের শেষ দিকে আসছে ‘টাইগার’-এর তৃতীয় পর্ব। এর মধ্যেই শোনা গেল তৈরি হচ্ছে ‘ওয়ার’-এর সিক্যুয়েল। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম আলোচিত সিনেমা এটি। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ারে মুখোমুখি অবস্থানে ছিলেন বলিউডের দুই অ্যাকশন হিরো হৃতিক রোশন ও টাইগার শ্রফ।
চার বছর পর ঘোষণা এল, তৈরি হবে এ সিনেমার সিক্যুয়েল ‘ওয়ার ২’। আগের পর্বের মতো এবারও মারদাঙ্গা অ্যাকশনে হল কাঁপাবেন হৃতিক রোশন। দ্বিতীয় পর্বে টাইগার শ্রফ থাকবেন কি না নিশ্চিত নয়। তবে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ যে থাকছেন না, সেটা একেবারেই নিশ্চিত। ওয়ারের প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন ‘পাঠান’খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। তাঁর জায়গায় ওয়ার ২-তে পরিচালকের আসনে বসবেন অয়ন মুখোপাধ্যায়।
গতকাল ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন এ খবর। জানা গেছে, হৃতিক ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘ফাইটার’ নামে নতুন সিনেমার কাজে ব্যস্ত আছেন সিদ্ধার্থ। মনে করা হচ্ছে, সে কারণেই ‘ওয়ার ২’ পরিচালনার ভার নিতে চাইছেন না তিনি। অয়ন মুখোপাধ্যায় এর আগে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ওয়েক আপ সিড’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন। তবে ওয়ারের মতো অ্যাকশননির্ভর সিনেমা পরিচালনার কাজ কতখানি দক্ষ হাতে সামলাতে পারবেন, সেটা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে।
এক দিন আগেই অয়ন মুখোপাধ্যায় ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির পরবর্তী দুই পর্বের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরে আসবে ব্রহ্মাস্ত্র ২। আর ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭-এর ডিসেম্বরে। অয়ন লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান থেকে দর্শকদের অনেক ভালোবাসা পাওয়ার পর পরবর্তী পর্বে মন দেওয়ার সময় এসেছে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-এর চিত্রনাট্য সংশোধনের জন্য আরও কিছুটা সময় দরকার। আমরা ঠিক করেছি এই দুটো সিনেমা একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি দিতে পারি।’
অয়নের এ ঘোষণার পর দর্শকেরা প্রশ্ন তুলেছেন, এই ব্যস্ততার মধ্যেই কি সমান্তরালভাবে ‘ওয়ার ২’ নিয়ে কাজ করতে পারবেন অয়ন? তবে সংশয় যতই হোক, কবীর হয়ে হৃতিকের ফেরার ঘোষণায় দারুণ খুশি অনুরাগীরা।
কবীর, পাঠান ও টাইগার—এ তিন গুপ্তচরকে নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করেছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর এ বছরের শেষ দিকে আসছে ‘টাইগার’-এর তৃতীয় পর্ব। এর মধ্যেই শোনা গেল তৈরি হচ্ছে ‘ওয়ার’-এর সিক্যুয়েল। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম আলোচিত সিনেমা এটি। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ারে মুখোমুখি অবস্থানে ছিলেন বলিউডের দুই অ্যাকশন হিরো হৃতিক রোশন ও টাইগার শ্রফ।
চার বছর পর ঘোষণা এল, তৈরি হবে এ সিনেমার সিক্যুয়েল ‘ওয়ার ২’। আগের পর্বের মতো এবারও মারদাঙ্গা অ্যাকশনে হল কাঁপাবেন হৃতিক রোশন। দ্বিতীয় পর্বে টাইগার শ্রফ থাকবেন কি না নিশ্চিত নয়। তবে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ যে থাকছেন না, সেটা একেবারেই নিশ্চিত। ওয়ারের প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন ‘পাঠান’খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। তাঁর জায়গায় ওয়ার ২-তে পরিচালকের আসনে বসবেন অয়ন মুখোপাধ্যায়।
গতকাল ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন এ খবর। জানা গেছে, হৃতিক ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘ফাইটার’ নামে নতুন সিনেমার কাজে ব্যস্ত আছেন সিদ্ধার্থ। মনে করা হচ্ছে, সে কারণেই ‘ওয়ার ২’ পরিচালনার ভার নিতে চাইছেন না তিনি। অয়ন মুখোপাধ্যায় এর আগে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ওয়েক আপ সিড’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন। তবে ওয়ারের মতো অ্যাকশননির্ভর সিনেমা পরিচালনার কাজ কতখানি দক্ষ হাতে সামলাতে পারবেন, সেটা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে।
এক দিন আগেই অয়ন মুখোপাধ্যায় ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির পরবর্তী দুই পর্বের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরে আসবে ব্রহ্মাস্ত্র ২। আর ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭-এর ডিসেম্বরে। অয়ন লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান থেকে দর্শকদের অনেক ভালোবাসা পাওয়ার পর পরবর্তী পর্বে মন দেওয়ার সময় এসেছে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-এর চিত্রনাট্য সংশোধনের জন্য আরও কিছুটা সময় দরকার। আমরা ঠিক করেছি এই দুটো সিনেমা একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি দিতে পারি।’
অয়নের এ ঘোষণার পর দর্শকেরা প্রশ্ন তুলেছেন, এই ব্যস্ততার মধ্যেই কি সমান্তরালভাবে ‘ওয়ার ২’ নিয়ে কাজ করতে পারবেন অয়ন? তবে সংশয় যতই হোক, কবীর হয়ে হৃতিকের ফেরার ঘোষণায় দারুণ খুশি অনুরাগীরা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫