Ajker Patrika

পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯: ০৯
পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পাঁড়ইল গ্রামের নীলাঙ্গর দিঘিতে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম সাইদুর রহমান (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের বাসিন্দা।

সাইদুর রহমানের স্ত্রী রুমি বেগম বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ২৪ অক্টোবর নিয়ামতপুর উপজেলার বনগাঁ চান্দইল গ্রামে ভাগনির বাড়িতে বেড়াতে আসেন তিনি। গত শুক্রবার জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন তিনি। পরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তাঁর ভাগনি জামাই আব্দুর রশিদ তাঁকে ফোন দিয়ে জানান। তারপর তিনি ও তাঁর দুই ভাশুর ঘটনাস্থলে উপস্থিত হন।

এলাকাবাসী শ্যামলী রানী বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে পুকুরের দিকে সাইদুরকে আসতে দেখেন তিনি। এরপর তাঁর কাজ শেষ করে চলে যান তিনি। কিছুক্ষণ পর শুনতে পান যে সাইদুরকে পাওয়া যায় না। পরে খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় জেলেরা জাল ফেলে তাঁর লাশ উদ্ধার করেন।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত