Ajker Patrika

টিকা পাবেন ইপিজেডের ৫ লাখ শ্রমিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫: ০৩
টিকা পাবেন ইপিজেডের ৫ লাখ শ্রমিক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে শ্রমিকদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে। গতকাল বুধবার ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড প্রাঙ্গণে ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আহসান কবীর ও নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের বিনিয়োগকারীরা, পুলিশ সুপার (শিল্পাঞ্চল-৪), নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডের বিভাগীয় প্রধানসহ সব কর্মকর্তা-কর্মচারীরা।

সাতদিনব্যাপি এ কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গতকাল ৪৯টি কারখানার পাঁচ হাজার শ্রমিকদের টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের ভিত্তিতে আদমজী ইপিজেডের ৪৯টি কারখানার ৫৪ হাজার ৪৪৬ জন শ্রমিককে এ কর্মসূচির আওতায় এনে ৭টি কেন্দ্রে ১৭ বুথ স্থাপন করে টিকা দেওয়া হচ্ছে।

জিএম আহসান কবির জানান, ‘ইপিজেডে নিরবচ্ছিন্ন উৎপাদন ও রপ্তানি প্রবাহ বজায় রাখার পাশাপাশি নিরাপদে শ্রমিকদের টিকা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইপিজেডের ৫ লাখ শ্রমিককে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ রাখা হচ্ছে। ’

আহসান কবির আরও বলেন, বেপজার আওতাধীন ইপিজেডের মোট ১ হাজার ৬৩ হাজার ৬৮৬ শ্রমিককে ইতিমধ্যেই টিকা দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদের টিকাদান প্রক্রিয়া চলমান।

সিভিল সার্জন মো. ইমতিয়াজ বলেন, ‘করোনার ভয়াবহতা এখনো কাটেনি। আপনারা দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে নির্ভয়ে টিকা নেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত