Ajker Patrika

ওয়ার্নার-লাবুশেনের ব্যাটে অস্ট্রেলিয়ার দিন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
ওয়ার্নার-লাবুশেনের ব্যাটে অস্ট্রেলিয়ার দিন

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে জস হ্যাজলউড ও ডেভিড ওয়ার্নারের চোট বিপাকে ফেলেছিল অস্ট্রেলিয়াকে। স্বাগতিকদের আরও বিপদ বাড়ে ম্যাচ শুরুর আগে যখন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অধিনায়ক প্যাট কামিন্স ছিটকে গেলেন। আকস্মিকভাবেই অধিনায়কত্বের দায়িত্ব পান বল টেম্পারিং বিতর্কে ২০১৮ সালের মার্চে নেতৃত্ব হারানো স্টিভ স্মিথ।

তবে মাঠের বাইরের এই বিপর্যয় অজিদের মাঠের পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব ফেলেনি। ডেভিড ওয়ার্নার ও মারনুস লাবুশেনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২১।

দিবারাত্রির এই টেস্টে ইংলিশদের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। টস জিতে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়াকে প্রথমে ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। ওপেনার মার্কাস হ্যারিসকে (৩) ফিরিয়ে দেন ৪ রানের মধ্যেই। তবে ঝলমলে এক জুটিতে দলকে এগিয়ে নেন ওয়ার্নার ও লাবুশেন। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে ওয়ার্নার ছুটছিলেন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। তবে বিপত্তি বাধে দলীয় ১৭৬ রানে। বেন স্টোকসের বলে ওয়ার্নার ক্যাচ তুলে দেন ব্রডের হাতে। এ সিরিজে ব্রিসবেনের পর অ্যাডিলেডেও ‘নড়বড়ে নব্বইয়ে’র ফাঁদে পড়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিনি। আগের টেস্টে ৯৪ করা ওয়ার্নার এবার ফিরেছেন ৯৫ রানে।

ওয়ার্নারের সেঞ্চুরি না পাওয়ার দিনে দলকে অবশ্য আর বিপদে পড়তে দেননি লাবুশেন ও স্মিথ। সেঞ্চুরির প্রত্যাশায় দিন শুরু করবেন ৯৫ রানে অপরাজিত লাবুশেন। আর ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ উইকেটে আছেন ১৮ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত