ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে জস হ্যাজলউড ও ডেভিড ওয়ার্নারের চোট বিপাকে ফেলেছিল অস্ট্রেলিয়াকে। স্বাগতিকদের আরও বিপদ বাড়ে ম্যাচ শুরুর আগে যখন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অধিনায়ক প্যাট কামিন্স ছিটকে গেলেন। আকস্মিকভাবেই অধিনায়কত্বের দায়িত্ব পান বল টেম্পারিং বিতর্কে ২০১৮ সালের মার্চে নেতৃত্ব হারানো স্টিভ স্মিথ।
তবে মাঠের বাইরের এই বিপর্যয় অজিদের মাঠের পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব ফেলেনি। ডেভিড ওয়ার্নার ও মারনুস লাবুশেনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২১।
দিবারাত্রির এই টেস্টে ইংলিশদের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। টস জিতে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়াকে প্রথমে ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। ওপেনার মার্কাস হ্যারিসকে (৩) ফিরিয়ে দেন ৪ রানের মধ্যেই। তবে ঝলমলে এক জুটিতে দলকে এগিয়ে নেন ওয়ার্নার ও লাবুশেন। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে ওয়ার্নার ছুটছিলেন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। তবে বিপত্তি বাধে দলীয় ১৭৬ রানে। বেন স্টোকসের বলে ওয়ার্নার ক্যাচ তুলে দেন ব্রডের হাতে। এ সিরিজে ব্রিসবেনের পর অ্যাডিলেডেও ‘নড়বড়ে নব্বইয়ে’র ফাঁদে পড়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিনি। আগের টেস্টে ৯৪ করা ওয়ার্নার এবার ফিরেছেন ৯৫ রানে।
ওয়ার্নারের সেঞ্চুরি না পাওয়ার দিনে দলকে অবশ্য আর বিপদে পড়তে দেননি লাবুশেন ও স্মিথ। সেঞ্চুরির প্রত্যাশায় দিন শুরু করবেন ৯৫ রানে অপরাজিত লাবুশেন। আর ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ উইকেটে আছেন ১৮ রানে।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে জস হ্যাজলউড ও ডেভিড ওয়ার্নারের চোট বিপাকে ফেলেছিল অস্ট্রেলিয়াকে। স্বাগতিকদের আরও বিপদ বাড়ে ম্যাচ শুরুর আগে যখন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অধিনায়ক প্যাট কামিন্স ছিটকে গেলেন। আকস্মিকভাবেই অধিনায়কত্বের দায়িত্ব পান বল টেম্পারিং বিতর্কে ২০১৮ সালের মার্চে নেতৃত্ব হারানো স্টিভ স্মিথ।
তবে মাঠের বাইরের এই বিপর্যয় অজিদের মাঠের পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব ফেলেনি। ডেভিড ওয়ার্নার ও মারনুস লাবুশেনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২১।
দিবারাত্রির এই টেস্টে ইংলিশদের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। টস জিতে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়াকে প্রথমে ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। ওপেনার মার্কাস হ্যারিসকে (৩) ফিরিয়ে দেন ৪ রানের মধ্যেই। তবে ঝলমলে এক জুটিতে দলকে এগিয়ে নেন ওয়ার্নার ও লাবুশেন। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে ওয়ার্নার ছুটছিলেন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। তবে বিপত্তি বাধে দলীয় ১৭৬ রানে। বেন স্টোকসের বলে ওয়ার্নার ক্যাচ তুলে দেন ব্রডের হাতে। এ সিরিজে ব্রিসবেনের পর অ্যাডিলেডেও ‘নড়বড়ে নব্বইয়ে’র ফাঁদে পড়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিনি। আগের টেস্টে ৯৪ করা ওয়ার্নার এবার ফিরেছেন ৯৫ রানে।
ওয়ার্নারের সেঞ্চুরি না পাওয়ার দিনে দলকে অবশ্য আর বিপদে পড়তে দেননি লাবুশেন ও স্মিথ। সেঞ্চুরির প্রত্যাশায় দিন শুরু করবেন ৯৫ রানে অপরাজিত লাবুশেন। আর ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ উইকেটে আছেন ১৮ রানে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪