Ajker Patrika

টাকা ফেরত চাইলেন মনোনয়নবঞ্চিত প্রার্থী

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ৫০
টাকা ফেরত চাইলেন মনোনয়নবঞ্চিত প্রার্থী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে।

উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে টাকা ফেরত চেয়েছেন জেলা কৃষক লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন রাজন রাজু। মনোনয়ন পাইয়ে দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেন আশরাফ উদ্দিন রাজন রাজু। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় টাকা ফেরত চান তিনি।

স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া রাজু বলেন, ‘অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর কাছে টাকা ফেরত চাইলে তিনি আমাকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামান। এমনকি তখন আমাকে নির্বাচন করতে বাড়তি ৫ লাখ টাকা দেওয়ারও আশ্বাস দেন। কিন্তু আমি তাঁর টাকা চাই না। দলীয় মনোনয়ন দেবেন বলে যে টাকা নিয়েছেন, আমার সেই টাকা ফেরত চাই। এখন টাকা চাওয়ায় তিনি আমাকে চাঁদাবাজি মামলার হুমকি দিচ্ছেন। মনে রাখবেন, মিথ্যা মামলা করলে চরকাদিরার মানুষ আপনাকে ঝাড়ুপেটা করবে। আপনার বিরুদ্ধে ঝাড়ুমিছিল বের করবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর বক্তব্য নিতে তাঁর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত