দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দির শিক্ষার্থী ইফতেখার হাসান ইমন (১৮) ছিলেন প্রাণবন্ত এক তরুণ। হঠাৎ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ হত্যা মেনে নিতে পারছেন না তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। তাঁরা বলছেন, প্রশাসন কিশোর গ্যাং প্রতিরোধে উদ্যোগ না নিলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করেছেন।
ইমন হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ঘটনায় ইমনের চাচা জামাল হোসেন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেছিলেন।
মানববন্ধনে কলেজটির অধ্যক্ষ জসিম উদ্দিন আহম্মেদ, প্রভাষক জাকির হোসেন ভূঁইয়া, ত্রিবান্দম বিকাশ মিত্রসহ ইমনের সহপাঠী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইফতেখার হাসান ইমন হত্যার জন্য দায়ী মালাখালা এলাকায় দীঘদিন ধরে বেড়ে উঠা কিশোর গ্যাং। তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। নয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করবে তারা। এ ছাড়া বক্তারা কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাড়িকেলতলা গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইফতেখার হাসান ইমন নিহত হন। তিনি এ বছর বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছেন। কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দাউদকান্দির শিক্ষার্থী ইফতেখার হাসান ইমন (১৮) ছিলেন প্রাণবন্ত এক তরুণ। হঠাৎ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ হত্যা মেনে নিতে পারছেন না তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। তাঁরা বলছেন, প্রশাসন কিশোর গ্যাং প্রতিরোধে উদ্যোগ না নিলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করেছেন।
ইমন হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ ঘটনায় ইমনের চাচা জামাল হোসেন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেছিলেন।
মানববন্ধনে কলেজটির অধ্যক্ষ জসিম উদ্দিন আহম্মেদ, প্রভাষক জাকির হোসেন ভূঁইয়া, ত্রিবান্দম বিকাশ মিত্রসহ ইমনের সহপাঠী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইফতেখার হাসান ইমন হত্যার জন্য দায়ী মালাখালা এলাকায় দীঘদিন ধরে বেড়ে উঠা কিশোর গ্যাং। তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। নয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করবে তারা। এ ছাড়া বক্তারা কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাড়িকেলতলা গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইফতেখার হাসান ইমন নিহত হন। তিনি এ বছর বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছেন। কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫