Ajker Patrika

আধুনিক শহর বানাতে চান শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৫
Thumbnail image

নারায়ণগঞ্জকে আধুনিক ও শান্তির শহরে রূপান্তরের প্রত্যাশার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। গতকাল মঙ্গলবার বিকেলে চাষাঢ়ায় শিশু একাডেমির জেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, বৈশ্বিক রাজনীতি পাল্টে গেছে। আগামী কিছুদিন বাংলাদেশের জন্য খারাপ যাবে। কারণ, ষড়যন্ত্র হচ্ছে। তবে যাই হোক না কোনো কেবলমাত্র শেখ হাসিনাই টিকে থাকবে এবং তাঁর মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সকল সাংবাদিকদের যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সবার বসবাস। আমাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে তবে এ শহরের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে চাই।’

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা

আবদুস সালাম, সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত, কার্যকরী আফজাল হোসেন পন্টি, আহসান সাদিক শাওন, দিলীপ মন্ডল, হাসানুল রাকিব, প্রণব রায়, পাপ্পু ভট্টাচার্য, তাপস সাহা, নারায়ণগঞ্জ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাধারণ সদস্য আজমীর হোসেন, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান নুর, জাহাঙ্গীর আলম হানিফ, আল আমিন, সোহেল কিরন প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে সাংসদ শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত