Ajker Patrika

কাঁচা রাস্তা পাকা করার দাবি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৬
কাঁচা রাস্তা পাকা করার দাবি

কিশোরগঞ্জের তাড়াইলে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা এখনো পাকা করা হয়নি। শীত মৌসুমে এই রাস্তায় কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। রাস্তাটি উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর নয়াপাড়া বাজারের মোড় থেকে একটি কাঁচা রাস্তা সাদেক ভান্ডারির বাড়ি হয়ে বান্ডীবাড়ি পর্যন্ত। এই রাস্তায় নিয়মিত যাতায়াত করতে হয় মাইজপাড়া, হালুয়াপাড়া, খানসামাপাড়া, বিয়েপাড়া, নয়াপাড়া, পাথারিয়াপাড়া, গজেন্দ্রপুর, চাঁনপুরের বসবাসকারী প্রায় ২৫ হাজার মানুষ। এসব গ্রামবাসীর দাবি দ্রুত এই রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হোক।

সরেজমিন দেখা গেছে, পুরো রাস্তায় ছোট-বড় অনেক গর্ত। রাস্তাটিতে শুকনো মৌসুমে এসব গর্তে অনেক ঝাঁকুনি খেয়ে যান চলাচল করলেও বর্ষা মৌসুমে তা অসম্ভব হয়ে পড়ে। কারণ, এসব গর্তে পানি জমে যায়। তা ছাড়া, বর্ষায় এই পথ এতটাই কর্দমাক্ত হয় যে তখন যান চলাচল তো দূরে থাক, হেঁটেও চলাচল করা যায় না। স্থানীয় কৃষকেরা নিজেদের উৎপাদিত শস্য জমি থেকে বাড়িতে ও বাজারে পরিবহন করতে চরম ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার প্রতিটি গ্রামের রাস্তা পাকা করা হলেও এই রাস্তা এখনো পাকা করা হচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রতিবছরই আশ্বাস দেন। কিন্তু কাজের কাজ হয় না।

ওই এলাকার নয়াপাড়ার আলী হোসেন, তরিকুল ইসলাম, ভান্ডীবাড়ির রায়হান, পাঁচধার ফজলুর রহমান, মাইজপাড়ার সিরাজ মেম্বার, খানসামাপাড়ার হালান ও পাথারিয়াপাড়ার ফজলুর সবার মুখে একই কথা। এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হোক।

এ ব্যাপারে ধলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক বলেন, ‘এই রাস্তার কারণে আশপাশের জনসাধারণের ভোগান্তির শেষ নেই। আমি সবেমাত্র নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এখনো শপথ নিইনি। শপথ গ্রহণের পর এই রাস্তা জনগণের চলাচলের উপযোগী করে গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ।’

প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, ‘আমি গত রোববার দায়িত্ব নিয়েছি। এখনই এই সড়কের ব্যাপারে তেমন কিছু বলতে পারছি না। তবে আমার আগের প্রকৌশলী রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক রাস্তা পাকা করার জন্য প্রস্তাব পাঠিয়ে গেছেন। হয়তো ওই প্রস্তাবনায় এই রাস্তাটিও থাকতে পারে। আমি খোঁজ নিয়ে জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত