মৌলভীবাজার প্রতিনিধি
‘ আমাদের দেশ মসজিদ, মন্দির, গির্জার দেশ। এ দেশে এ দেশের সকল সংস্কৃতি, সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে।’বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মৌলভীবাজার শহরে মনু নদের পাড়ে শান্তিবাগ এলাকায় বিনোদন কেন্দ্র নির্মাণকাজের ভিত্তি প্রস্থর স্থাপনে এসব কথা বলেন মন্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি চর্চার বিষয়। নির্বাচন বয়কট করে বেনামে নির্বাচনে অংশগ্রহণ করছেন, এ আবার কী ধরনের কাণ্ড!’
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মো. জাকারিয়া প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এরই মধ্যে বিনোদন কেন্দ্রের কাজ শুরু হয়েছে, শেষ হওয়ার কথা রয়েছে ২০২২ সালের জুন মাসে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় ‘মনু নদের পাড়ে সড়ক, শিশুপার্ক, হাঁটাপথ ও সৌন্দর্যকরণ’ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পে চাঁদনীঘাট মনু সেতু থেকে ডাকঘর পর্যন্ত ৮০০ মিটার আরসিসি ঢালাই সড়ক পথ নির্মাণ করা হবে। সড়কের দুপাশে থাকবে হাঁটার পথ। একটি ক্যানটিন। নারী ও পুরুষের জন্য পৃথক দুটি শৌচাগার। মনু নদের পাড়ের সৌন্দর্য বাড়াতে ফুল ও নানা জাতের স্থানীয় গাছ লাগানো হবে, থাকবে উন্মুক্ত মঞ্চ। এই প্রকল্পে ব্যয় হবে ১০ কোটি ১১ লাখ ১৬ হাজার ২৮৫ টাকা।
পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার প্রথম মেয়াদে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। এখন দ্বিতীয় মেয়াদে শহরের সৌন্দর্যবর্ধন ও বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ করছি। তারই অংশ হিসেবে মনু নদের তীরে শান্তিবাগ এলাকায় বিনোদন কেন্দ্রের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘এখানে ছোট যানবাহন চলাচলের রাস্তা হচ্ছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। ছোট-বড় সবার সময় কাটানোর ব্যবস্থা থাকবে। স্বাস্থ্য সচেতন মানুষ যাতে নিরাপদে হাঁটতে পারেন সে জন্য ওয়াকওয়ে থাকবে। সৌন্দর্য বাড়ানোর জন্য ফুলসহ বিভিন্ন জাতের গাছ লাগানো হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের সৌন্দর্য যেমন বাড়বে। তেমনি মানুষ কিছুটা সময় নদীর পাড়ে বসে, আড্ডা দিয়ে তাদের সময় ভালো করে কাটাতে পারবে। এ ছাড়া পর্যটকেরা আসলে বিকেল এবং সন্ধ্যা উপভোগ করতে পারবেন। আমরা সঠিক সময়ে কাজটি শেষ করব।’
‘ আমাদের দেশ মসজিদ, মন্দির, গির্জার দেশ। এ দেশে এ দেশের সকল সংস্কৃতি, সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে।’বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মৌলভীবাজার শহরে মনু নদের পাড়ে শান্তিবাগ এলাকায় বিনোদন কেন্দ্র নির্মাণকাজের ভিত্তি প্রস্থর স্থাপনে এসব কথা বলেন মন্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি চর্চার বিষয়। নির্বাচন বয়কট করে বেনামে নির্বাচনে অংশগ্রহণ করছেন, এ আবার কী ধরনের কাণ্ড!’
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মো. জাকারিয়া প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এরই মধ্যে বিনোদন কেন্দ্রের কাজ শুরু হয়েছে, শেষ হওয়ার কথা রয়েছে ২০২২ সালের জুন মাসে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় ‘মনু নদের পাড়ে সড়ক, শিশুপার্ক, হাঁটাপথ ও সৌন্দর্যকরণ’ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পে চাঁদনীঘাট মনু সেতু থেকে ডাকঘর পর্যন্ত ৮০০ মিটার আরসিসি ঢালাই সড়ক পথ নির্মাণ করা হবে। সড়কের দুপাশে থাকবে হাঁটার পথ। একটি ক্যানটিন। নারী ও পুরুষের জন্য পৃথক দুটি শৌচাগার। মনু নদের পাড়ের সৌন্দর্য বাড়াতে ফুল ও নানা জাতের স্থানীয় গাছ লাগানো হবে, থাকবে উন্মুক্ত মঞ্চ। এই প্রকল্পে ব্যয় হবে ১০ কোটি ১১ লাখ ১৬ হাজার ২৮৫ টাকা।
পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার প্রথম মেয়াদে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। এখন দ্বিতীয় মেয়াদে শহরের সৌন্দর্যবর্ধন ও বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ করছি। তারই অংশ হিসেবে মনু নদের তীরে শান্তিবাগ এলাকায় বিনোদন কেন্দ্রের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘এখানে ছোট যানবাহন চলাচলের রাস্তা হচ্ছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। ছোট-বড় সবার সময় কাটানোর ব্যবস্থা থাকবে। স্বাস্থ্য সচেতন মানুষ যাতে নিরাপদে হাঁটতে পারেন সে জন্য ওয়াকওয়ে থাকবে। সৌন্দর্য বাড়ানোর জন্য ফুলসহ বিভিন্ন জাতের গাছ লাগানো হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের সৌন্দর্য যেমন বাড়বে। তেমনি মানুষ কিছুটা সময় নদীর পাড়ে বসে, আড্ডা দিয়ে তাদের সময় ভালো করে কাটাতে পারবে। এ ছাড়া পর্যটকেরা আসলে বিকেল এবং সন্ধ্যা উপভোগ করতে পারবেন। আমরা সঠিক সময়ে কাজটি শেষ করব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫