Ajker Patrika

সড়কে গর্ত, জনদুর্ভোগ

রাজিব আল আরাফাত, কালিয়াকৈর
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৪
Thumbnail image

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্রা থেকে রসুলপুর সড়কটিতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এটি চন্দ্রা এলাকার সঙ্গে আশপাশে এলাকার মানুষের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক। খানাখন্দের কারণে আশপাশে কয়েকটি গ্রামের হাজারো মানুষের ভোগান্তি চরমে।

সড়কটিতে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারীদের। হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে। যানবাহন চলাচলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দরা থেকে রসুলপুর আঞ্চলিক সড়কের চন্দ্রা নায়াগ্রা ঢাল থেকে ডাইনকিনি ঈদগাঁও মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পিচঢালা রাস্তার বেশির ভাগে খানাখন্দে ভরা। এ কারণে ওই এলাকার আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স অথবা অন্য কোনো পরিবহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিতে খুবই অসুবিধা হচ্ছে।

শিল্প অঞ্চল হওয়ায় বেশির ভাগ শিল্প-কারখানার শ্রমিকের যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। অনেক সময় পরিবহন উল্টে যায়। এ রাস্তাটি সংস্কার করা হলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সঙ্গে একটি যোগাযোগের মাধ্যম হবে। এতে আশপাশের গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সহজেই চন্দ্রা হাটে গিয়ে বিক্রি করতে পারবেন। ওই এলাকার সঙ্গে উপজেলা শহরসহ অন্যান্য এলাকায় তাঁদের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে বিভিন্ন খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয় লোকজন বারবার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তেমন কোনো লাভ হয়নি।

স্থানীয় বাসিন্দা ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন টিপু বলেন, এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভাতারিয়া, ডাইনকিনি, হরতকীতলা, বিষাইদ, খোলারটেকী, রসুলপুর ও বরিয়াবহ গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু প্রায় দেড় কিলোমিটার রাস্তার এই বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত এই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা।

মাহিন্দ্রচালক লিটু জানান, রাস্তাটির পিচ উঠে বড় বড় খানাখন্দে রূপ নিয়েছে। ইঞ্জিনচালিত বাহনগুলো প্রায় দুর্ঘটনায় পড়ে। এ রাস্তা সংস্কার করা না হলে গাড়ি চালানো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে প্রায় দু শ থ্রি-হুইলার চালক বেকার হয়ে পড়বে।

অটোরিকশার যাত্রী রকিবুল হাসান বলেন, ‘প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটির দ্রুত সংস্কার হওয়া দরকার।’

ডাইনকিনি এলাকার জব্বার হোসেন বলেন, ‘কিছুদিন আগে দুর্ঘটনায় পড়ে হাত-পা ভেঙে হাসপাতালে অবস্থান করছেন এই এলাকার একজন গার্মেন্টস কর্মী। এ ছাড়া মাঝেমধ্যেই মাছের ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ করায় রাস্তাটির পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।’

ডাইনকিনি এলাকার রোজ গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হাসান জানান, এ রাস্তায় প্রতিনিয়ত কয়েক শ নছিমন, করিমনসহ থ্রি-হুইলার মাহেন্দ্র ও ইঞ্জিনচালিত ভ্যান চলাচল করে থাকে। আশপাশের কারখানার শ্রমিক-কর্মচারী অফিস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। খানাখন্দ ও বেহাল দশার কারণে স্কুল খুলে দেওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের আসতে অনেক অসুবিধা হচ্ছে। যার কারণে স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনেক কমে গেছে।

ডাইনকিনি এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলায়েত হোসেন বলেন, ‘রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে জনসাধারণের চলাচল অযোগ্য হয়ে পড়বে। তাই, রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিপ্লব পাল বলেন, ওই আঞ্চলিক সড়ক সংস্কারের জন্য টেন্ডার জমা পড়েছে। এখন পর্যন্ত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়নি। বর্ষা শেষ হলেই খুব দ্রুতই বরাদ্দকৃত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই রাস্তা সংস্কারের কাজ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত