Ajker Patrika

কয়লার দাম কমানোর দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ০৩
কয়লার দাম কমানোর দাবি

ঠাকুরগাঁওয়ে জ্বালানি কয়লার মূল্য কমানো, সহজ শর্তে পরিবেশ ছাড়পত্র ও হয়রানি বন্ধের বিষয়ে ইটভাটা মালিকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌর শহরের টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি রাজশাহী ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহসভাপতি সাদরুল ইসলাম, বিশেষ অতিথি যশোর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি, খুলনা বিভাগের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কাজী নাজির আহম্মেদ মনু, সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য খাজা নাসির উদ্দীন শান্তি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত