Ajker Patrika

নীলসাগরে নেই পরিযায়ী পাখি

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ০৬
নীলসাগরে নেই পরিযায়ী পাখি

নীলফামারীতে এবার পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠেনি নীলসাগর। বিগত বছরগুলোতে পরিযায়ী পাখিকে উত্ত্যক্ত এবং খাবার সংকটের কারণে এমনটি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে পাখিদের নির্বিঘ্নে নীলসাগরে থাকার পরিবেশ তৈরিতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, শীতের শুরু থেকে নীলসাগরসহ জেলার বিভিন্ন স্থানে পরিযায়ী পাখি এসেছে। এবারে নীলসাগরের ভেতরে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জেলার কোথাও অতিথি পাখি যেন কেউ শিকার করতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, নীলসাগরের সীমানাপ্রাচীরসহ দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা যায়, জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় ৫৩ দশমিক ৬০ একর জমিতে নীলসাগর। উত্তর-দক্ষিণে লম্বা এ দিঘি ঘিরে রয়েছে বহু উপাখ্যান ও রূপকথা। কথিত আছে, তৎকালীন বিরাট রাজা নামের এক রাজার বসবাস ছিল এখানে। তাঁর বিপুলসংখ্যক গবাদিপশু ছিল। এসব পশুকে গোসল ও পানি খাওয়ানোর জন্য একটি দিঘি খনন করেন। রাজার নামানুসারে দিঘির নামকরণ করা হয় বিরাট দিঘি। কালের বিবর্তনে বিরাট দিঘি বিন্নাদীঘি নাম ধারণ করে।

নীলফামারীর নামানুসারে ১৯৯৮ সালে এ দিঘির নামকরণ করা হয় নীলসাগর। প্রতিবছরের শীত মৌসুমে সুদূর সাইবেরিয়া থেকে হাজারো অতিথি পাখির আগমন ঘটে এখানে। এ সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে নীলসাগর। পাখির কিচিরমিচির আর পানিতে ডানা ঝাপটানোর শব্দ নীরব নিথর গ্রামের নির্জনতা ভেঙে দেয়। সবুজ বৃক্ষরাজিতে চারদিক শোভিত এই নীলসাগর অতিথি পাখির নৈসর্গিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এ সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগমন ঘটে অনেক দর্শনার্থীর।

স্বেচ্ছাসেবী আলমগীর হোসেন জানান, প্রতিবছরের মতো এবার পরিযায়ী পাখি তেমন আসেনি। সীমানাপ্রাচীর ভেঙে গিয়ে দীর্ঘ এক যুগ ধরে অরক্ষিত হয়ে পড়েছে দিঘিটি। এ পথ দিয়ে স্থানীয় লোকজন ইচ্ছেমতো ঢুকে পড়ে দিঘিতে গোসলসহ হইহুল্লোড় করে। এতে পাখিগুলো বিরক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত