বন্দর ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন সমাবেশ ও আলোচনায় তাঁর আগের করা উন্নয়নকাজের প্রচার শুরু করেছেন। আর স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারও নাসিক নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন সমাবেশে বলতে শুরু করেছেন। এখনো কোনো ইশতেহার না দেওয়া হলেও দুজনই ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচনী প্রচার শুরুর আগেই নির্বাচনী স্লোগান প্রকাশ করেছেন আইভী। ১৪ দলীয় জোট থেকে সমর্থন দেওয়ার সময় ‘সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ’ স্লোগান উন্মুক্ত করা হয়। স্পষ্টতই এবার দেশের সবচেয়ে ধনী জেলার শহরের সবুজায়নে মনোযোগী হবেন তিনি। এর সঙ্গে থাকছে খেলার মাঠ, পার্ক, খাল ও পুকুর খননের পরিকল্পনা। নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা। মাত্র দুই বছর আগে ঢাকা ওয়াসা থেকে দায়িত্ব সিটি করপোরেশন বুঝে নেওয়ায় সেবার ওপর জোর দিচ্ছেন আইভী।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘সেলিনা হায়াৎ আইভী এই শহরে জনপ্রিয় হয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। এই শহরকে সন্ত্রাসমুক্ত রাখতে আইভী যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য। অপশক্তির সঙ্গে আপস না করে লড়াকু মানসিকতাকে বাহবা দিয়েছেন এখানকার বাসিন্দারা।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির বলেন, ‘আইভী বরাবরই কাজের দিকে মনোযোগী। বাইরে কে কী বলল, সেদিকে কান না দিয়ে নগরবাসীকে সেবা দিতেই নিজেকে ব্যস্ত রাখেন। এবার এই শহরকে সবুজ করতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। কারণ, দূষিত শহর মানুষকে অসুস্থ করে তোলে। সবুজ শ্যামল শহর তৈরির মাধ্যমে এই শহরের মানুষ স্বাস্থ্যের দিক থেকেও সুস্থ হয়ে উঠবেন।’
বাসিন্দাদের সুপেয় পানি নিশ্চিত করা আইভীর অন্যতম লক্ষ্য দাবি করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ওয়াসা দীর্ঘদিন এই শহরের মানুষকে সুপেয় পানি থেকে বঞ্চিত করেছে। সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ার পর এর পরিবর্তন শুরু হয়েছে। ইতিমধ্যে এডিবি থেকে ৮০০ কোটি টাকার প্রকল্প চলছে এ বিষয়ে। ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে পানি পৌঁছে দেওয়া এবং পুরোনো পাইপ রিপ্লেস করা অন্যতম বড় চ্যালেঞ্জ।’
তবে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলছেন, ‘মানুষ যে পরিমাণ ট্যাক্স দেন, তার তুলনায় সুযোগ-সুবিধা খুবই কম। এই শহরে অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়নি। এখনো শহরে অব্যবস্থাপনা ও বর্জ্য সমস্যা বিদ্যমান। এসব দিকে সিটি করপোরেশন সেবা দিতে ব্যর্থ হয়েছে।’
এ ছাড়া গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় গণসংযোগকালে তৈমূর বলেন, ‘রাষ্ট্র শাসনব্যবস্থা কায়েম করবে আর পৌরসভা বা সিটি করপোরেশন জনগণের কল্যাণ করবে। এর মধ্যে বেকারত্ব দূর করা, বেকার ভাতা নিশ্চিত করা, স্বাস্থ্য ও পরিবেশের দিকে নজর দেওয়া সিটি করপোরেশনের কাজ। স্থানীয় মানুষের সামাজিক সমস্যা দূর করা তাঁদের কাজ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীরা নির্যাতিত। তাঁরা জনগণকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হবে এবং নারায়ণগঞ্জে গণবিপ্লব হবে। বেকার সমস্যা দূর হবে। সব সমস্যা দূর করা হবে। ইপিজেডকে বাধ্য করা হবে স্থানীয় লোকদের চাকরি দেওয়ার জন্য। বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ছেলেদের দক্ষ করে গড়ে তোলা হবে।’
এদিকে নির্বাচনের বিষয়ে আইভী বলেন, ‘মানুষ আমাকে নৌকা ও ব্যক্তি জনপ্রিয়তার কারণে ভোট দেবে। আমাদের অনেক কাজ চলমান আছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করার পাশাপাশি নগরের সবুজায়নে গুরুত্ব দেব। সুপেয় পানির ব্যাপারে বেশি জোর দেব। পরিবেশের ওপর জোর দিয়ে খাল খনন, পুকুর, মাঠ ও পার্ক করার কাজ করব। আর মানুষ আমাকে ভোট দেবে; কারণ, আমি কখনো মিথ্যাচার, চাঁদাবাজি, অত্যাচার, জুলুম করিনি। আমি সব সময় মানুষের জন্য কাজ করেছি।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন সমাবেশ ও আলোচনায় তাঁর আগের করা উন্নয়নকাজের প্রচার শুরু করেছেন। আর স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারও নাসিক নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন সমাবেশে বলতে শুরু করেছেন। এখনো কোনো ইশতেহার না দেওয়া হলেও দুজনই ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচনী প্রচার শুরুর আগেই নির্বাচনী স্লোগান প্রকাশ করেছেন আইভী। ১৪ দলীয় জোট থেকে সমর্থন দেওয়ার সময় ‘সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ’ স্লোগান উন্মুক্ত করা হয়। স্পষ্টতই এবার দেশের সবচেয়ে ধনী জেলার শহরের সবুজায়নে মনোযোগী হবেন তিনি। এর সঙ্গে থাকছে খেলার মাঠ, পার্ক, খাল ও পুকুর খননের পরিকল্পনা। নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা। মাত্র দুই বছর আগে ঢাকা ওয়াসা থেকে দায়িত্ব সিটি করপোরেশন বুঝে নেওয়ায় সেবার ওপর জোর দিচ্ছেন আইভী।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘সেলিনা হায়াৎ আইভী এই শহরে জনপ্রিয় হয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। এই শহরকে সন্ত্রাসমুক্ত রাখতে আইভী যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য। অপশক্তির সঙ্গে আপস না করে লড়াকু মানসিকতাকে বাহবা দিয়েছেন এখানকার বাসিন্দারা।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির বলেন, ‘আইভী বরাবরই কাজের দিকে মনোযোগী। বাইরে কে কী বলল, সেদিকে কান না দিয়ে নগরবাসীকে সেবা দিতেই নিজেকে ব্যস্ত রাখেন। এবার এই শহরকে সবুজ করতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। কারণ, দূষিত শহর মানুষকে অসুস্থ করে তোলে। সবুজ শ্যামল শহর তৈরির মাধ্যমে এই শহরের মানুষ স্বাস্থ্যের দিক থেকেও সুস্থ হয়ে উঠবেন।’
বাসিন্দাদের সুপেয় পানি নিশ্চিত করা আইভীর অন্যতম লক্ষ্য দাবি করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ওয়াসা দীর্ঘদিন এই শহরের মানুষকে সুপেয় পানি থেকে বঞ্চিত করেছে। সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ার পর এর পরিবর্তন শুরু হয়েছে। ইতিমধ্যে এডিবি থেকে ৮০০ কোটি টাকার প্রকল্প চলছে এ বিষয়ে। ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে পানি পৌঁছে দেওয়া এবং পুরোনো পাইপ রিপ্লেস করা অন্যতম বড় চ্যালেঞ্জ।’
তবে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলছেন, ‘মানুষ যে পরিমাণ ট্যাক্স দেন, তার তুলনায় সুযোগ-সুবিধা খুবই কম। এই শহরে অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়নি। এখনো শহরে অব্যবস্থাপনা ও বর্জ্য সমস্যা বিদ্যমান। এসব দিকে সিটি করপোরেশন সেবা দিতে ব্যর্থ হয়েছে।’
এ ছাড়া গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় গণসংযোগকালে তৈমূর বলেন, ‘রাষ্ট্র শাসনব্যবস্থা কায়েম করবে আর পৌরসভা বা সিটি করপোরেশন জনগণের কল্যাণ করবে। এর মধ্যে বেকারত্ব দূর করা, বেকার ভাতা নিশ্চিত করা, স্বাস্থ্য ও পরিবেশের দিকে নজর দেওয়া সিটি করপোরেশনের কাজ। স্থানীয় মানুষের সামাজিক সমস্যা দূর করা তাঁদের কাজ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীরা নির্যাতিত। তাঁরা জনগণকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হবে এবং নারায়ণগঞ্জে গণবিপ্লব হবে। বেকার সমস্যা দূর হবে। সব সমস্যা দূর করা হবে। ইপিজেডকে বাধ্য করা হবে স্থানীয় লোকদের চাকরি দেওয়ার জন্য। বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ছেলেদের দক্ষ করে গড়ে তোলা হবে।’
এদিকে নির্বাচনের বিষয়ে আইভী বলেন, ‘মানুষ আমাকে নৌকা ও ব্যক্তি জনপ্রিয়তার কারণে ভোট দেবে। আমাদের অনেক কাজ চলমান আছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করার পাশাপাশি নগরের সবুজায়নে গুরুত্ব দেব। সুপেয় পানির ব্যাপারে বেশি জোর দেব। পরিবেশের ওপর জোর দিয়ে খাল খনন, পুকুর, মাঠ ও পার্ক করার কাজ করব। আর মানুষ আমাকে ভোট দেবে; কারণ, আমি কখনো মিথ্যাচার, চাঁদাবাজি, অত্যাচার, জুলুম করিনি। আমি সব সময় মানুষের জন্য কাজ করেছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫