Ajker Patrika

নির্বাচনী প্রচারে বাধা পাল্টাপাল্টি অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৪: ৫৪
নির্বাচনী প্রচারে বাধা পাল্টাপাল্টি অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মজিতপুর আশ্রম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুজন কর্মীকে মারধর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নৌকা প্রতীকের নয়জন কর্মীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।

লিখিত অভিযোগে আসাদুজ্জামান উল্লেখ করেন, তিনি আসন্ন নির্বাচনে এগারসিন্দুর ইউপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বেলা ১২টার দিকে তাঁর কর্মী-সমর্থকেরা ওই ইউনিয়নের মজিতপুর আশ্রম সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান বাবুর কর্মী-সমর্থকেরা তাঁদের পথরোধ করেন। এ সময় লোহার রড, লাঠি ও হকিস্টিক দিয়ে তাঁদের মারধর এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুজন কর্মী আহত হন।

আসাদুজ্জামান বলেন, ‘প্রচারে বাধা দেওয়ার বিষয়টি আমি রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে লিখিতভাবে জানিয়েছি।’

নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান বাবু অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘আসাদুজ্জামানের কর্মী-সমর্থকেরা আমার লোকজনকে মারধর করেছে। এ ছাড়া সাত থেকে আটটি মোটরসাইকেল ভাঙচুর করে। আমিও থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের মারধর ও তাঁদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে আসাদুজ্জামানের কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি।

আগামী ৩১ জানুয়ারি এ উপজেলার ৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত