কানাডার প্রবাসজীবন থেকে দুই সপ্তাহের জন্য দেশে এসেছেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী। আসার আগেই কথা হয়েছিল একটি গান নিয়ে। কানাডায় বসেই গানের লিরিক দেখেছেন, সুর শুনেছেন। দেশে এসে কণ্ঠ দিলেন সেই গানে। শিরোনাম ‘কিছুটা সময়’। লিখেছেন ও সুর করেছেন রিপন চৌধুরী। রিপনের লেখা গানে আগেও কণ্ঠ দিয়েছিলেন তপন চৌধুরী। শুধু তপন চৌধুরীই নন, মিতালী মুখার্জি, ফাহমিদা নবী, রূপঙ্করসহ অনেকেই গেয়েছেন রিপনের গান।
কিছুটা সময় গানটি দ্বৈতকণ্ঠের। তপন চৌধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জান্নাতে রোম্মান তিথি। গানের রেকর্ডিং শেষে গত সোমবার রাজধানীর অদূরে গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন তপন চৌধুরী ও তিথি। মিউজিক ভিডিও নির্মাণ করছেন সাইফুল।
গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘আমি কানাডায় থাকতেই গানটি আমার কাছে পাঠানো হয়। গানটির কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। তাই দেশে এসে গানটির কাজ শেষ করলাম। অনেক দিন পর শ্রোতাদের গান উপহার দিতে পেরে খুব ভালো লাগছে।’ সহশিল্পী তিথি সম্পর্কে তপন চৌধুরী বলেন, ‘তিথি একজন পরিশীলিত শিল্পী। ওর কণ্ঠটা ভীষণ মিষ্টি। তাঁর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে।
সব মিলিয়ে তাঁকে আমার একজন পরিপূর্ণ শিল্পী মনে হয়েছে। তাই তাঁর সঙ্গে গাইতে সম্মত হয়েছি। গানটি খুব ভালো হয়েছে।’
তিথি বলেন, ‘আমার পরম সৌভাগ্য, তপন চৌধুরীর মতো একজন কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে গাইতে পেরেছি। এটা যে আমার কত বড় পাওয়া, তা ভাষায় প্রকাশের নয়। তপন চৌধুরী এমন একজন শিল্পী, যাঁর কণ্ঠ থেকে মেলোডি ঝরে। আমার বিশ্বাস আমাদের গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিগগিরই প্রকাশ করা হবে গানটি।
আগামীকাল সিলেটের বিশ্বনাথে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তপন চৌধুরী। সেখান থেকে ফিরে লাগেজ গোছাবেন কানাডার উদ্দেশে।
কানাডার প্রবাসজীবন থেকে দুই সপ্তাহের জন্য দেশে এসেছেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী। আসার আগেই কথা হয়েছিল একটি গান নিয়ে। কানাডায় বসেই গানের লিরিক দেখেছেন, সুর শুনেছেন। দেশে এসে কণ্ঠ দিলেন সেই গানে। শিরোনাম ‘কিছুটা সময়’। লিখেছেন ও সুর করেছেন রিপন চৌধুরী। রিপনের লেখা গানে আগেও কণ্ঠ দিয়েছিলেন তপন চৌধুরী। শুধু তপন চৌধুরীই নন, মিতালী মুখার্জি, ফাহমিদা নবী, রূপঙ্করসহ অনেকেই গেয়েছেন রিপনের গান।
কিছুটা সময় গানটি দ্বৈতকণ্ঠের। তপন চৌধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জান্নাতে রোম্মান তিথি। গানের রেকর্ডিং শেষে গত সোমবার রাজধানীর অদূরে গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন তপন চৌধুরী ও তিথি। মিউজিক ভিডিও নির্মাণ করছেন সাইফুল।
গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘আমি কানাডায় থাকতেই গানটি আমার কাছে পাঠানো হয়। গানটির কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। তাই দেশে এসে গানটির কাজ শেষ করলাম। অনেক দিন পর শ্রোতাদের গান উপহার দিতে পেরে খুব ভালো লাগছে।’ সহশিল্পী তিথি সম্পর্কে তপন চৌধুরী বলেন, ‘তিথি একজন পরিশীলিত শিল্পী। ওর কণ্ঠটা ভীষণ মিষ্টি। তাঁর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে।
সব মিলিয়ে তাঁকে আমার একজন পরিপূর্ণ শিল্পী মনে হয়েছে। তাই তাঁর সঙ্গে গাইতে সম্মত হয়েছি। গানটি খুব ভালো হয়েছে।’
তিথি বলেন, ‘আমার পরম সৌভাগ্য, তপন চৌধুরীর মতো একজন কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে গাইতে পেরেছি। এটা যে আমার কত বড় পাওয়া, তা ভাষায় প্রকাশের নয়। তপন চৌধুরী এমন একজন শিল্পী, যাঁর কণ্ঠ থেকে মেলোডি ঝরে। আমার বিশ্বাস আমাদের গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিগগিরই প্রকাশ করা হবে গানটি।
আগামীকাল সিলেটের বিশ্বনাথে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তপন চৌধুরী। সেখান থেকে ফিরে লাগেজ গোছাবেন কানাডার উদ্দেশে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫