Ajker Patrika

বিজ্ঞান আর বিশ্বাসের লড়াই

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১: ১৭
বিজ্ঞান আর বিশ্বাসের লড়াই

চেনা বিষয়ের গণ্ডি পেরিয়ে ভিন্ন বিষয় নিয়ে শুরু হয়েছে জি বাংলার বেশ কয়েকটা নতুন ধারাবাহিক। সেই তালিকায় নতুন সংযোজন ধারাবাহিক ‘গৌরী এলো’। গত ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচার হচ্ছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোয়ের অন্যতম প্রতিযোগী মোহনা মাইতি। গৌরীর বিপরীতে ঈশান চরিত্রে আছেন তরুণ অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপকে এর আগে ‘দুর্গা দুর্গেশ্বরী’ ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা গেছে।

তরুণ জুটির পাশাপাশি এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেন (ঋ), চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ। এই প্রথম কোনো ধারাবাহিকে ভাস্বর-ঋ জুটি বেঁধেছেন। আবার এই ধারাবাহিকের হাত ধরে প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ফিরছেন পরিচালক স্বর্ণেন্দু সমদ্দার।

ভক্তি আর সংস্কারের আবর্তে বেশ জটিল হয়ে উঠবে সিরিয়ালের গল্প। কাহিনির নায়ক ঈশান অর্থাৎ বিশ্বরূপ পেশায় একজন চিকিৎসক। সে বিজ্ঞানমনস্ক ছেলে, ঠাকুর-দেবতায় একেবারে বিশ্বাসী নয়। বলা চলে, একজন আদ্যোপান্ত নাস্তিক মানুষ সে। তার কাছে পূজা আর্চা, ঈশ্বর-বিশ্বাস অহেতুক ছাড়া আর কিছু নয়। অন্যদিকে নায়িকা গৌরী ধর্মপ্রাণ মানুষ। মা-কালীর ভক্ত সে। দুই বিপরীতধর্মী মানসিক চিন্তাধারার দুজন মানুষের সংঘাত কী আকার নিতে পারে, আস্তিক এবং নাস্তিকের এই লড়াই কোন পর্যায় পৌঁছায়, সেটাই দেখা যাবে ধারাবাহিকে।

অনেকেই মনে করছেন, এই ধারাবাহিকটি ‘ত্রিনয়নী’র পরের অংশ। তবে বিষয়টি এখনো পরিষ্কার করেননি নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত