Ajker Patrika

ফুলবাড়ীতে ৮ মাসে ৩৮টি সড়ক দুর্ঘটনা, নিহত ১৮

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে ৮ মাসে ৩৮টি সড়ক দুর্ঘটনা, নিহত ১৮

দিনাজপুরের ফুলবাড়ীতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫২ জন। ফুলবাড়ী থানা সূত্রে এসব তথ্য জানা গেছে। পথচারীরা বলছেন, সড়ক দুর্ঘটনার স্থানগুলো চিহ্নিত করে গতিরোধক দেওয়া হলে এবং সড়কে শৃঙ্খলা বাড়ালে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, চলতি ২০২২ সানের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত উপজেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮টি। এর মধ্যে জানুয়ারিতে ৬টি, ফেব্রুয়ারিতে ২, মার্চে ৪, এপ্রিলে ৫, মে’তে ৬, জুনে ৮, জুলাইয়ে ৪ ও আগস্ট মাসে ৪টি। এই ৩৮ দুর্ঘটনার মধ্যে মহাসড়কে বাস-ট্রাক, বাস-পিকআপ, পিকআপ-অটো ও ট্রাক্টর-কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৬টি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার ঘটেছে ৪টি।

ট্রাক, বাস, ট্রাক্টর ও পিকআপের মোটরসাইকেল চাপা দেওয়ায় ঘটনা ঘটেছে ১২টি। ভ্যান-রিকশাকে বাস-ট্রাকের চাপা দেওয়ার ঘটনা ঘটেছে ৮টি। ট্রাক্টর, পিকআপের পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে ৫টি। এসব দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে মাত্র ১২টি।

ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, সড়ক নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশের আলাদা শাখা কাজ করে। থানা-পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে আইনশৃঙ্খলা রক্ষা ও হেলমেট পরা নিয়ে অভিযান পরিচালনা করে থাকে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত