মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে। গত কয়েক মাসে বাসা-বাড়ি, মসজিদ-মাদ্রাসা, দোকানপাটসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে। কয়েকটি ইউনিয়নে হয়েছে গরু চুরি। শুধু তা-ই নয়, পৌর বাজারসহ বিভিন্ন স্থান থেকে চুরি হয়েছে মোটরসাইকেল ও অটোরিকশা। তবে এসব উদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি পুলিশ। ফলে মানুষের উদ্বেগ বাড়ছে, নির্ঘুম রাত বাটছে অনেকের।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট পৌর এলাকার জয়বাংলা মোড়ে ঘরের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনার পর সেখানে গিয়ে ওই বাসার সামনে থেকেই আরেকজনের মোটরসাইকেল চুরি হয়েছে। এর একদিন পর উপজেলা পরিষদ এলাকা থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়।
গত ২১ আগস্ট রাজিবপুর ইউনিয়নের কৃষক মো. ফরিদ আহমেদ ও তাঁর ভাতিজার প্রায় আড়াই লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়। এর কয়েক দিন আগে আঠারবাড়ি ইউনিয়নের বিঞ্চুপুর পশ্চিমপাড়া গ্রামের মানিক মিয়ার দুটি, গেন্দু মিয়ার একটি ও আবু তাহেরের গরু চোরে নিয়ে যায়।
এরপর গত ১ নভেম্বর মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রাম থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি হয়। ২ ডিসেম্বর উচাখিলা বাজারের দুটি দোকানের তালা ভেঙে পণ্য চুরি করেন চোরেরা। গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনদুপুরে এক কর্মীর নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি হয়।
এদিকে গত ২১ মার্চ রাতে ঈশ্বরগঞ্জের আটটি দোকানে চুরি হয়। এ সময় নগদ টাকাসহ কয়েক লাখ টাকার পণ্য নিয়ে যায় চোরেরা। এ ছাড়াও ওই রাতেই পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে তার চুরি হয়েছে। এর একদিন পর গত ২২ মার্চ মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজার থেকে ইজিবাইকের অন্তত ১০০ ব্যাটারি চুরি হয়।
এর বাইরে ইজিবাইকসহ ছোটখাটো আরও কয়েকটি চুরির খবর পাওয়া গেছে। তবে এর অধিকাংশই উদ্ধার বা চোরদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
আঠারবাড়ি বিঞ্চুপুর এলাকার মো. মোজাম্মেল হক হিরণ বলেন, ‘চোরের আতঙ্কে সারা রাত সজাগ থাকতে হয়। কয়েক দিন আগেও আমার চাচাতো ভাইদের তিনটি গরু চুরি হয়েছে। আমাদের গোয়ালঘর থেকেও একটি গরু বের করে ফেলে চোর। পরে আমরা টের পাওয়ায় গরু ফেলে চোরেরা পালিয়ে যায়।’
কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘চারদিকে যেভাবে চোরের উপদ্রব বেড়েছে। থানা ও গ্রাম পুলিশসহ পাহারাদারদের আরও তৎপর হওয়া উচিত।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অহরহ চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘চুরির ঘটনায় থানায় যারা অভিযোগ দিয়েছেন, তাঁদের মামলা নিয়েছি। বিদ্যুৎ অফিসে চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোর শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে চুরি বেড়ে যাওয়ায় আমি নিজেও উদ্বিগ্ন। থানার ওসিসহ প্রতিটি ইউপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে চুরি প্রতিরোধে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, অচিরেই তা করা হবে।’
ঈশ্বরগঞ্জে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে। গত কয়েক মাসে বাসা-বাড়ি, মসজিদ-মাদ্রাসা, দোকানপাটসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে। কয়েকটি ইউনিয়নে হয়েছে গরু চুরি। শুধু তা-ই নয়, পৌর বাজারসহ বিভিন্ন স্থান থেকে চুরি হয়েছে মোটরসাইকেল ও অটোরিকশা। তবে এসব উদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি পুলিশ। ফলে মানুষের উদ্বেগ বাড়ছে, নির্ঘুম রাত বাটছে অনেকের।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট পৌর এলাকার জয়বাংলা মোড়ে ঘরের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনার পর সেখানে গিয়ে ওই বাসার সামনে থেকেই আরেকজনের মোটরসাইকেল চুরি হয়েছে। এর একদিন পর উপজেলা পরিষদ এলাকা থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়।
গত ২১ আগস্ট রাজিবপুর ইউনিয়নের কৃষক মো. ফরিদ আহমেদ ও তাঁর ভাতিজার প্রায় আড়াই লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়। এর কয়েক দিন আগে আঠারবাড়ি ইউনিয়নের বিঞ্চুপুর পশ্চিমপাড়া গ্রামের মানিক মিয়ার দুটি, গেন্দু মিয়ার একটি ও আবু তাহেরের গরু চোরে নিয়ে যায়।
এরপর গত ১ নভেম্বর মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রাম থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি হয়। ২ ডিসেম্বর উচাখিলা বাজারের দুটি দোকানের তালা ভেঙে পণ্য চুরি করেন চোরেরা। গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনদুপুরে এক কর্মীর নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরি হয়।
এদিকে গত ২১ মার্চ রাতে ঈশ্বরগঞ্জের আটটি দোকানে চুরি হয়। এ সময় নগদ টাকাসহ কয়েক লাখ টাকার পণ্য নিয়ে যায় চোরেরা। এ ছাড়াও ওই রাতেই পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে তার চুরি হয়েছে। এর একদিন পর গত ২২ মার্চ মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজার থেকে ইজিবাইকের অন্তত ১০০ ব্যাটারি চুরি হয়।
এর বাইরে ইজিবাইকসহ ছোটখাটো আরও কয়েকটি চুরির খবর পাওয়া গেছে। তবে এর অধিকাংশই উদ্ধার বা চোরদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
আঠারবাড়ি বিঞ্চুপুর এলাকার মো. মোজাম্মেল হক হিরণ বলেন, ‘চোরের আতঙ্কে সারা রাত সজাগ থাকতে হয়। কয়েক দিন আগেও আমার চাচাতো ভাইদের তিনটি গরু চুরি হয়েছে। আমাদের গোয়ালঘর থেকেও একটি গরু বের করে ফেলে চোর। পরে আমরা টের পাওয়ায় গরু ফেলে চোরেরা পালিয়ে যায়।’
কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘চারদিকে যেভাবে চোরের উপদ্রব বেড়েছে। থানা ও গ্রাম পুলিশসহ পাহারাদারদের আরও তৎপর হওয়া উচিত।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অহরহ চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘চুরির ঘটনায় থানায় যারা অভিযোগ দিয়েছেন, তাঁদের মামলা নিয়েছি। বিদ্যুৎ অফিসে চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোর শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে চুরি বেড়ে যাওয়ায় আমি নিজেও উদ্বিগ্ন। থানার ওসিসহ প্রতিটি ইউপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে চুরি প্রতিরোধে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, অচিরেই তা করা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫