Ajker Patrika

ফল প্রকাশের পর যা বললেন তাঁরা 

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২: ০৯
ফল প্রকাশের পর যা বললেন তাঁরা 

শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না
—মিশা সওদাগর (সভাপতি পদে
বিজয়ী)
বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিল্পী সমিতিকে এগিয়ে নিতে চাই। দুই বছর আগে সমিতিকে যে অবস্থায় রেখে এসেছিলাম, এর চেয়ে বেটার পারফরম্যান্স করব। প্রথম কথা, শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। চলচ্চিত্রের বাকি সংগঠনের সঙ্গে মিলে শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব। নির্বাচনে যাঁরা বিজিত হয়েছেন, তাঁদের নিয়ে একসঙ্গে শিল্পীদের জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, নিপুণ ও তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা আমাদের পাশে থাকবেন। নির্বাচনের আগে থেকেই আমরা মিলেমিশে থাকার ব্যাপারে বদ্ধপরিকর ছিলাম। সামনেও এভাবে থাকব।

নিপুণকে আমি মেয়ের মতো আদর করি
—ডিপজল 
(সাধারণ সম্পাদক পদে বিজয়ী)
নির্বাচনে হারজিত আছেই। নিপুণকে আমিই এনেছিলাম ফিল্মে। ওর সঙ্গে নির্বাচনে হারজিত বড় কথা না। ওকে আমি মেয়ের মতো আদর করি। আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, কোনো ভাগাভাগি চাই না। শিল্পী সমিতির কাজগুলো পরিপূর্ণভাবে শেষ করতে সবার কাছে দোয়া চাই। যাঁরা হেরেছেন, তাঁদের ছোট করতে চাই না।

শিল্পীদের কাছে আমি কৃতজ্ঞ
—নিপুণ আক্তার (সাধারণ সম্পাদক পদে পরাজিত)
আমি যাঁর সঙ্গে নির্বাচন করেছি, তাঁর কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে হারব—এটা চিন্তাও করিনি। ডিপজল ভাইয়ের সঙ্গে নির্বাচন করে বেশি হলে ৫০টি ভোট পাব চিন্তা করেছিলাম। কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসেন, সেটা প্রমাণ করে দিয়েছেন। আমি শিল্পীদের কাছে কৃতজ্ঞ। তাঁরা আমাকে এতটা সম্মানিত করেছেন, এটা আমার চিন্তার বাইরে ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত