Ajker Patrika

নারী পাচারকারী চক্রের দুই সদস্য আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২: ৫৮
নারী পাচারকারী চক্রের দুই সদস্য আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সেন্টু কুমার দত্ত (৪৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আনোয়ারা বেগম (৬৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বাইরে নারী পাচার করে আসছেন। দরিদ্র ও সুন্দরী অল্প বয়সী মেয়েদের টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করেন। পাচারকারী চক্রটি নারীদের ভারত হয়ে অবৈধভাবে পাচার করে এবং যৌনতাবৃত্তিতে বাধ্য করে। তাঁরা ঝাউডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, যশোরসহ বিভিন্ন সুবিধাজনক সীমান্ত দিয়ে তাঁদের সিন্ডিকেটের নারী পাচারকারী সদস্যদের সহযোগিতায় ভারতসহ বিদেশে নারী পাচার করে আসছেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় র‍্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত