Ajker Patrika

৩৫ জনের টিকার ব্যবস্থা করল পুলিশ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৩
৩৫ জনের টিকার ব্যবস্থা করল পুলিশ

মানিকগঞ্জের ঘিওরে বিভিন্ন স্টেশন, হাটবাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা দেখতে এবং টিকা নিশ্চিতকরণে মাঠে নেমেছে থানা-পুলিশ। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় ৩৫ জন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারী করোনার সনদ দেখাতে না পারায় তাঁদের পুলিশের গাড়িতে করে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া পথচারীদের মাঝে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণও করা হয়।

ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘সরকারিভাবে বিনা মূল্যে করোনার টিকা দেওয়া হচ্ছে, কিন্তু অনেকে সেই টিকা নিচ্ছেন না। তাই পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশনায় ঘিওরে শতভাগ টিকা গ্রহণ নিশ্চিতে আমরা মাঠে সচেতনতামূলক কাজ করছি।’

ওসি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হলে ক্রেতা ও বিক্রেতার টিকার সনদ অবশ্যই থাকতে হবে। সবার অবশ্যই মাস্ক পরা জরুরি। এই অভিযান উপজেলার প্রতিটি হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত