ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহেও প্রাক্-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হয়েছে। প্রায় দুই বছর পর গতকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও কিন্ডার গার্টেনে এসে উল্লসিত শিক্ষার্থীরা। প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাখা হয়েছে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৮৬০টি। এগুলোর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ১৪০টি। প্রাক্-প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে ১ লাখ ২০ হাজার ৫৭০ জন।
সকালে নগরীর বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেতে আছে তারা। এখন প্রতিদিন বিদ্যালয়ে আসতে চায় তারা।
শিক্ষকেরা বলছেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে না আসলে তাদের মানসিক বিকাশ পুরোপুরি ঘটে না। তাদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা।
গাঙ্গিনারপাড় শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান ওহির কথায়, ‘প্রথমবার স্কুলে এসেছি মায়ের হাত ধরে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম স্কুলে আসব বলে। স্কুলে অনেককে দেখে ভালো লাগছে।’
হলি সোল কিন্ডার গার্টেনের শিক্ষার্থী মারিয়া তাবাসসুমের ভাষ্য, ‘করোনার জন্য পড়াশোনা ও খেলাধুলা কিছু হয়নি। স্কুলে এসে খুব ভালো লাগছে। প্রতিদিন স্কুলে আসতে চাই। করোনা যেন আর কোনো দিন না হয়।’
শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কাকলী গোস্বামী বলেন, ‘সকালে শিশুদের নিয়ে তাদের বাবা-মা স্কুলে এসেছে। আপাতত সপ্তাহে দুদিন ক্লাস হবে। আমরা বাড়তি দায়িত্ব নিয়ে শিশুদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলব।’
হলি সোল কিন্ডার গার্টেনের পরিচালক এস এম মিজানুর রহমান মিলন বলেন, ‘অনেক দিন স্কুল বন্ধ থাকায় শৃঙ্খলার পাশাপাশি শিশুরা পড়াশোনা একেবারেই ভুলে গেছে। সবকিছু আবার নতুন করে শুরু করা হচ্ছে। তাদের মানসিক দিক প্রথমে চাঙা করা হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যেন ক্লাস পরিচালনা করে। এ ব্যাপারে জেলা শিক্ষা বিভাগ তদারকি করবে। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। পড়াশোনায় পিছিয়ে পড়া শিশুরা যেন সামনের দিকে এগোতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে।’
ময়মনসিংহেও প্রাক্-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হয়েছে। প্রায় দুই বছর পর গতকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও কিন্ডার গার্টেনে এসে উল্লসিত শিক্ষার্থীরা। প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাখা হয়েছে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৮৬০টি। এগুলোর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ১৪০টি। প্রাক্-প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে ১ লাখ ২০ হাজার ৫৭০ জন।
সকালে নগরীর বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেতে আছে তারা। এখন প্রতিদিন বিদ্যালয়ে আসতে চায় তারা।
শিক্ষকেরা বলছেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে না আসলে তাদের মানসিক বিকাশ পুরোপুরি ঘটে না। তাদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা।
গাঙ্গিনারপাড় শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান ওহির কথায়, ‘প্রথমবার স্কুলে এসেছি মায়ের হাত ধরে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম স্কুলে আসব বলে। স্কুলে অনেককে দেখে ভালো লাগছে।’
হলি সোল কিন্ডার গার্টেনের শিক্ষার্থী মারিয়া তাবাসসুমের ভাষ্য, ‘করোনার জন্য পড়াশোনা ও খেলাধুলা কিছু হয়নি। স্কুলে এসে খুব ভালো লাগছে। প্রতিদিন স্কুলে আসতে চাই। করোনা যেন আর কোনো দিন না হয়।’
শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কাকলী গোস্বামী বলেন, ‘সকালে শিশুদের নিয়ে তাদের বাবা-মা স্কুলে এসেছে। আপাতত সপ্তাহে দুদিন ক্লাস হবে। আমরা বাড়তি দায়িত্ব নিয়ে শিশুদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলব।’
হলি সোল কিন্ডার গার্টেনের পরিচালক এস এম মিজানুর রহমান মিলন বলেন, ‘অনেক দিন স্কুল বন্ধ থাকায় শৃঙ্খলার পাশাপাশি শিশুরা পড়াশোনা একেবারেই ভুলে গেছে। সবকিছু আবার নতুন করে শুরু করা হচ্ছে। তাদের মানসিক দিক প্রথমে চাঙা করা হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যেন ক্লাস পরিচালনা করে। এ ব্যাপারে জেলা শিক্ষা বিভাগ তদারকি করবে। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। পড়াশোনায় পিছিয়ে পড়া শিশুরা যেন সামনের দিকে এগোতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫