Ajker Patrika

মোশাররফের ঈদ ওটিটি

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৩: ০৪
মোশাররফের ঈদ ওটিটি

ঈদে মোশাররফ করিম অভিনীত তিনটি ওয়েব কনটেন্ট প্রকাশ পাচ্ছে। এর মধ্যে রয়েছে আরটিভি প্লাসে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘অমানুষ’, বিঞ্জে আশরাফুজ্জামান পরিচালিত ‘আইজ্যাক লিটন’ এবং ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে রায়হান খান পরিচালিত ‘দৌড়’।

তিনটি কনটেন্টেই মোশাররফ করিমকে তিনটি ভিন্ন লুকে দেখা যাবে। দৌড় সিরিজে অভিনয় করেছেন ব্যবসায়ী রুহুল আমিন চরিত্রে। যিনি ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী। এই ব্যবসায়ীর অন্ধকার এক অতীত রয়েছে। দুটি মূখ্য চরিত্রে আছেন তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার।

‘অমানুষ’ সিনেমায় মোশাররফ একজন মানব অঙ্গ পাচারকারী। তিনি বলেন, ‘এটি একটি হৃদয়বিদারক গল্প, যেখানে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে। সবচেয়ে বড় কথা, জীবনব্যাপী বয়ে বেড়ানো দুঃখ আছে। একটি সোশ্যাল ইস্যু সামনে নিয়ে আসা হবে।’ সিনেমায় আরও অভিনয় করেছেন তানজিন তিশা, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন প্রমুখ।

‘আইজ্যাক লিটন’ সিরিজে নিউটনের বেশে দেখা যাবে মোশাররফ করিমকে। সিরিজে তাঁর নামও আইজ্যাক লিটন। নির্মাতা আশরাফুজ্জামান জানিয়েছেন, ‘স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প এটা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত