দেবিদ্বার প্রতিনিধি
দীর্ঘ ১২ বছর পর দেবিদ্বার পৌরসভা ভবনে আবারও কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার প্রথম কর্মদিবসের মাধ্যমে এ যাত্রা শুরু হয়। নতুন ভবনে ফিরে যাওয়ায় খুশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারাও।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন এ ভবনে কার্যক্রম পরিচালনা না করায় পরিত্যক্ত ছিল ভবনটি। গত বুধবার সকালে জীর্ণ দ্বিতল ভবনটি ধোয়া-মোছাসহ দরজা-জানালা-আসবাব পরিষ্কার করতে দেখা গেছে।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়েছিল ভবনটি। স্থানীয় বাসিন্দারা ভবন প্রাঙ্গণে গরু-ছাগল লালন-পালন করেছেন। খড়কুটা স্তূপ করে রাখা হয়েছিল। ভবন এলাকা মাদকাসক্ত ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। এ ছাড়া অস্থায়ী কার্যালয়ে গিয়ে জায়গাসংকটে নানা দুর্ভোগ পোহাতে হতো। জন্মনিবন্ধন, কর পরিশোধ করতে গেলেও নারী-পুরুষের প্রচুর ভিড় লেগে থাকত। পৌরসভার কার্যালয় নিজস্ব ভবনে ফিরে যাওয়ায় মানুষের কষ্ট কমবে।
জানা গেছে, ২০০৩ সালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার জন্য গুনাইঘর উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল পৌর ভবনটি নির্মাণ করা হয়। টানা পাঁচ বছর সেখানে পৌরসভার কার্যক্রম চলে। কিন্তু ভবনটি পৌর এলাকার এক প্রান্তে হওয়ায়, যাতায়াতে সমস্যাসহ নাগরিকসেবার অসুবিধার অজুহাতে ২০০৯ সালে এটি বন্ধ করা হয়। পরে দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী পৌর গণপাঠাগারে পৌরসভার অস্থায়ী কার্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয়। এ ছাড়া গত ২১ বছরেও দেবিদ্বার পৌরসভার নির্বাচন হয়নি। সীমানা-সংক্রান্ত নানা জটিলতায় উচ্চ আদালতে দুটি মামলা থাকায় নির্বাচিত মেয়র থেকে বঞ্চিত পৌরবাসী। ফলে পৌরবাসীর সেবা লাভের একমাত্র ভরসা হচ্ছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ অবস্থায় পৌর এলাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
পৌরসচিব মো. ফখরুল ইসলাম বলেন, ‘পৌরসভার নিজস্ব ভবনে ফিরে আসায় আমাদের কাজের অনেক সুবিধা হয়েছে। নাগরিকসেবার মানও বেড়েছে। আগে ছোট্ট তিনটি রুমে একাধিক কর্মকর্তাকে বসতে হতো। সাধারণ মানুষের চাপও ছিল। এখন মানুষ সহজে সব কাজ করতে পারবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার বলেন, ‘পৌরবাসীর নাগরিকসেবার মান বাড়াতে পৌরসভার নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে। এ জন্য স্থানীয় সাংসদ রাজী মোহম্মদ ফখরুল আমাদের সহযোগিতা করেছেন।’
দীর্ঘ ১২ বছর পর দেবিদ্বার পৌরসভা ভবনে আবারও কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার প্রথম কর্মদিবসের মাধ্যমে এ যাত্রা শুরু হয়। নতুন ভবনে ফিরে যাওয়ায় খুশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারাও।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন এ ভবনে কার্যক্রম পরিচালনা না করায় পরিত্যক্ত ছিল ভবনটি। গত বুধবার সকালে জীর্ণ দ্বিতল ভবনটি ধোয়া-মোছাসহ দরজা-জানালা-আসবাব পরিষ্কার করতে দেখা গেছে।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়েছিল ভবনটি। স্থানীয় বাসিন্দারা ভবন প্রাঙ্গণে গরু-ছাগল লালন-পালন করেছেন। খড়কুটা স্তূপ করে রাখা হয়েছিল। ভবন এলাকা মাদকাসক্ত ও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। এ ছাড়া অস্থায়ী কার্যালয়ে গিয়ে জায়গাসংকটে নানা দুর্ভোগ পোহাতে হতো। জন্মনিবন্ধন, কর পরিশোধ করতে গেলেও নারী-পুরুষের প্রচুর ভিড় লেগে থাকত। পৌরসভার কার্যালয় নিজস্ব ভবনে ফিরে যাওয়ায় মানুষের কষ্ট কমবে।
জানা গেছে, ২০০৩ সালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার জন্য গুনাইঘর উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল পৌর ভবনটি নির্মাণ করা হয়। টানা পাঁচ বছর সেখানে পৌরসভার কার্যক্রম চলে। কিন্তু ভবনটি পৌর এলাকার এক প্রান্তে হওয়ায়, যাতায়াতে সমস্যাসহ নাগরিকসেবার অসুবিধার অজুহাতে ২০০৯ সালে এটি বন্ধ করা হয়। পরে দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী পৌর গণপাঠাগারে পৌরসভার অস্থায়ী কার্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয়। এ ছাড়া গত ২১ বছরেও দেবিদ্বার পৌরসভার নির্বাচন হয়নি। সীমানা-সংক্রান্ত নানা জটিলতায় উচ্চ আদালতে দুটি মামলা থাকায় নির্বাচিত মেয়র থেকে বঞ্চিত পৌরবাসী। ফলে পৌরবাসীর সেবা লাভের একমাত্র ভরসা হচ্ছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ অবস্থায় পৌর এলাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
পৌরসচিব মো. ফখরুল ইসলাম বলেন, ‘পৌরসভার নিজস্ব ভবনে ফিরে আসায় আমাদের কাজের অনেক সুবিধা হয়েছে। নাগরিকসেবার মানও বেড়েছে। আগে ছোট্ট তিনটি রুমে একাধিক কর্মকর্তাকে বসতে হতো। সাধারণ মানুষের চাপও ছিল। এখন মানুষ সহজে সব কাজ করতে পারবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার বলেন, ‘পৌরবাসীর নাগরিকসেবার মান বাড়াতে পৌরসভার নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে। এ জন্য স্থানীয় সাংসদ রাজী মোহম্মদ ফখরুল আমাদের সহযোগিতা করেছেন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫