Ajker Patrika

চলতি বছর ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯: ২০
চলতি বছর ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হলো। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জন রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে এবং ৯১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ১৮০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন। চলতি মাসের ৭ দিনে রোগী ভর্তি হয়েছেন ৫৫৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৪২৩ জন। ডেঙ্গুতে এ সময়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু হয় জুলাইয়ে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ১০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত