Ajker Patrika

নৌকার ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১৪: ৪১
নৌকার ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে নৌকা প্রতীকের ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান দুলালের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাতে কৃষ্ণপুর ইউনিয়নের গুল মাহমুদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নৌকার প্রার্থী এমদাদুল হক আকন্দ এ অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহবুবুর রহমান দুলাল।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ক্যাম্পে থাকা নৌকার পোস্টার, ব্যানার, চেয়ার-টেবিল ও পর্দা পুড়ে যায়।

নৌকার প্রার্থী এমদাদুল হক আকন্দ বলেন, ‘নৌকার গণজোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। সে জন্য স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান দুলালের নির্দেশে আমার ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে।’

তবে আগুনের বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান দুলাল বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন নৌকার প্রার্থী ও তার কর্মী-সমর্থকেরা। আমিও চাই আগুনের বিষয়টি তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক।’

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, ‘নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত