রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই শতাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্যে ১০টি ইউপিতে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৩ প্রার্থী। এর মধ্যে আমিরগঞ্জে ৮জন, বাঁশগাড়ি ৭জন, চরসুবুদ্ধিতে ৫জন, চরমধুয়াইয়ে ৪জন, হাইরমারাতে ৩, মির্জানগরে ৪, মির্জারচরে ৫, নিলক্ষায় ৪,পাড়াতলী ৭, শ্রীনগর ৪ রয়েছেন।আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হবে এবার কারা ধরছেন নৌকার হাল।
উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক পাওয়ার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন অনেকে। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন প্রার্থীরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় নেতাদেরও মন জয় করতে দৌড়ঝাঁপ করছেন তাঁরা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে চলছে কর্মিসভা, মতবিনিময় সভার মতো দলীয় নানা কর্মসূচি। সম্ভাব্য প্রার্থীরা এসব সভায় যোগ দিচ্ছেন এবং দল মনোনয়ন দিলে এলাকার উন্নয়নে কী করতে চান, ঘোষণা দেন তারও।
নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ কর্মী বলেন, দলীয় প্রতীকে বিএনপি ইউপি নির্বাচনে অংশ নেবে না। তাই নৌকা প্রতীক পেলেই জয় নিশ্চিত বলে মনে করেন বেশির ভাগ প্রার্থী। সবাই নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দলীয় মনোনয়ন পাওয়ার। তবে কেউ কেউ দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও ইচ্ছা পোষণ করছেন।
নিলক্ষা ইউপিতে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। তৃণমূল নেতা-কর্মীদের সমর্থনে দলীয় প্রতীক পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নৌকা প্রতীক পেলে আমি জয়ের ব্যাপারেও আশাবাদী।
শ্রীনগর ইউপিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী রিয়াজ মুর্শেদ খান রাসেল বলেন, ‘তৃণমূলের সব নেতা-কর্মীর সমর্থনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আগেও চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে কাজ করেছি। মনোনয়ন পেলে এবং বিজয়ী হলে এলাকার উন্নয়নে নতুন উদ্যমে কাজ করব।’ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মির্জাপুর ইউপিতে নৌকার প্রত্যাশী মনজুর এলাহী বলেন, ‘নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আমি আশাবাদি। দলীয় নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করলে বিজয়ী হব’
মির্জাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল মিয়া বলেন, ‘দল মনোনয়ন না দিলে, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছি। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ওপর আস্থা রেখেই জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কেন্দ্রে পাঠানো হয়েছে। ১০ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে ৫৩ জন আবেদন করেছেন। কেন্দ্র থেকে যাঁকেই মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তাঁর পক্ষেই কাজ করতে হবে। আজ সন্ধ্যার আগেই হয়তো আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা জানানো হবে।’
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর উপজেলার ১০টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এর মধ্যে আমিরগঞ্জ, বাঁশগাড়ি, চরসুবুদ্ধি, চরমধুয়া, হাইরমারা, মির্জানগর, মির্জারচর, নিলক্ষা, পাড়াতলী, শ্রীনগর রয়েছে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থিতা যাচাই-বাছাই করা হবে ২০ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। এবারের ভোটে এই ১০ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০৮ জন।
নরসিংদীর রায়পুরায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই শতাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্যে ১০টি ইউপিতে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৩ প্রার্থী। এর মধ্যে আমিরগঞ্জে ৮জন, বাঁশগাড়ি ৭জন, চরসুবুদ্ধিতে ৫জন, চরমধুয়াইয়ে ৪জন, হাইরমারাতে ৩, মির্জানগরে ৪, মির্জারচরে ৫, নিলক্ষায় ৪,পাড়াতলী ৭, শ্রীনগর ৪ রয়েছেন।আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হবে এবার কারা ধরছেন নৌকার হাল।
উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক পাওয়ার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন অনেকে। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন প্রার্থীরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় নেতাদেরও মন জয় করতে দৌড়ঝাঁপ করছেন তাঁরা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে চলছে কর্মিসভা, মতবিনিময় সভার মতো দলীয় নানা কর্মসূচি। সম্ভাব্য প্রার্থীরা এসব সভায় যোগ দিচ্ছেন এবং দল মনোনয়ন দিলে এলাকার উন্নয়নে কী করতে চান, ঘোষণা দেন তারও।
নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ কর্মী বলেন, দলীয় প্রতীকে বিএনপি ইউপি নির্বাচনে অংশ নেবে না। তাই নৌকা প্রতীক পেলেই জয় নিশ্চিত বলে মনে করেন বেশির ভাগ প্রার্থী। সবাই নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দলীয় মনোনয়ন পাওয়ার। তবে কেউ কেউ দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও ইচ্ছা পোষণ করছেন।
নিলক্ষা ইউপিতে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। তৃণমূল নেতা-কর্মীদের সমর্থনে দলীয় প্রতীক পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নৌকা প্রতীক পেলে আমি জয়ের ব্যাপারেও আশাবাদী।
শ্রীনগর ইউপিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী রিয়াজ মুর্শেদ খান রাসেল বলেন, ‘তৃণমূলের সব নেতা-কর্মীর সমর্থনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আগেও চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে কাজ করেছি। মনোনয়ন পেলে এবং বিজয়ী হলে এলাকার উন্নয়নে নতুন উদ্যমে কাজ করব।’ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মির্জাপুর ইউপিতে নৌকার প্রত্যাশী মনজুর এলাহী বলেন, ‘নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আমি আশাবাদি। দলীয় নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করলে বিজয়ী হব’
মির্জাপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল মিয়া বলেন, ‘দল মনোনয়ন না দিলে, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছি। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ওপর আস্থা রেখেই জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কেন্দ্রে পাঠানো হয়েছে। ১০ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে ৫৩ জন আবেদন করেছেন। কেন্দ্র থেকে যাঁকেই মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তাঁর পক্ষেই কাজ করতে হবে। আজ সন্ধ্যার আগেই হয়তো আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা জানানো হবে।’
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর উপজেলার ১০টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এর মধ্যে আমিরগঞ্জ, বাঁশগাড়ি, চরসুবুদ্ধি, চরমধুয়া, হাইরমারা, মির্জানগর, মির্জারচর, নিলক্ষা, পাড়াতলী, শ্রীনগর রয়েছে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থিতা যাচাই-বাছাই করা হবে ২০ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। এবারের ভোটে এই ১০ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০৮ জন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪