Ajker Patrika

নিয়ম রক্ষার উদ্বোধন, ৫ দিনেও শুরু হয়নি কাজ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা। উদ্বোধনও করা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ-সংস্কারকাজ; কিন্তু নিয়ম রক্ষার উদ্বোধনের পর আর শুরুই হয়নি কাজ। ১৫ ডিসেম্বর নিয়ম রক্ষার উদ্বোধন অনুষ্ঠান হয়। গতকাল পর্যন্ত কোনো প্রকল্পেই কাজ শুরু হয়নি।

কৃষক, এলাকাবাসী ও পাউবো কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বোরো মৌসুমে তিন কোটি টাকা ব্যয়ে হাওরে ২৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণকাজ করা হয়। তার মধ্যে কিছু কিছু প্রকল্পের বেড়িবাঁধে অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কাজের কারণে শুরুতে অকাল বন্যার ঝুঁকিতে পড়ে ফসল রক্ষা বেড়িবাঁধ। পরে এলাকাবাসীর চেষ্টায় দিন-রাত স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষা করে কৃষকেরা আধা পাকা ধান ঘরে তোলেন। এরপর ভয়াবহ বন্যায় হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। যার পরিপ্রেক্ষিতে এবার বোরো মৌসুমে ১০ কোটি টাকা ব্যয়ে ৭৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৫ ডিসেম্বর নলুয়ার হাওরের দাসনোওয়াগাঁও এলাকায় ২ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি বেড়িবাঁধ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ-সংস্কার কাবিটা কমিটির সভাপতি সাজিদুল ইসলাম।

উদ্বোধন হওয়া প্রকল্পের সভাপতি রনধীর দাস বলেন, ‘আমাকে হঠাৎ করে উদ্বোধনের আগের রাতে জানানো হয়েছে আমার প্রকল্পে কাজের উদ্বোধন করা হবে। তাড়াহুড়ো করে প্রস্তুতি নিয়েছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে পুরোপুরি কাজ শুরু করতে পারব।’ 
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, ৫০টি প্রকল্পের মাধ্যমে ৭৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ-সংস্কারকাজ করা হবে। একটি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে, তাই ওই প্রকল্পের এলাকা নলুয়ার হাওরে কুড়েরপাড় থেকে ভূরাকালি স্লুইসগেট পর্যন্ত ৯৪০ মিটার ২২ লাখ ৫৭ হাজার টাকার কাজ গত বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে। আরও চারটি প্রকল্প কমিটি অনুমোদনের জন্য জেলায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ইউএনও সাজেদুল ইসলাম বলেন, একটি প্রকল্পের কাজের উদ্বোধনের মাধ্যমে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ-সংস্কারকাজ শুরু হয়েছে। হাওরে এখনো বাঁধ নির্মাণের উপযোগী পরিবেশ তৈরি হয়নি, ফলে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত