Ajker Patrika

কনার নতুন ৫ গান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ২৬
কনার নতুন ৫ গান

কদিন আগেই মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালনায় সিয়াম-বুবলী অভিনীত ওয়েব ফিল্ম ‘টান’। এতে কনা ও ইমরানের গাওয়া ‘কী করি’ গানটি শ্রোতা-দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। কনা ও ইমরানের গায়কীও বেশ প্রশংসিত হচ্ছে।

নতুন আরও পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন কনা। এর মাঝে প্রযোজক মো. ইকবালের নির্দেশনায় বুবলী ও রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমার দুটি গান গেয়েছেন তিনি। একটি আইটেম গান, অন্যটি বুবলী ও রোশানের লিপে রোমান্টিক গান। ‘মন আমার প্রেমের কারেন্ট খেলো রে’ শিরোনামের আইটেম গানটি লিখেছেন নির্মাতা মো. ইকবাল ও সুর করেছেন লিংকন। এতে কনার সহশিল্পী প্রসেনজিৎ মল্লিক।

অন্যদিকে ‘দিল আসিয়ানা’ শিরোনামের রোমান্টিক গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন এফ এ প্রীতম আর সংগীতায়োজন করেছেন আকাশ সেন।

এ ছাড়া গতকাল মাহতিম সাকিবের সঙ্গে একটি গান গাইলেন কনা। প্রস্তুতি শেষ করেছেন ইমরানের সঙ্গে নতুন তিনটি গান গাওয়ার। কিছুদিনের মধ্যেই গান তিনটিতে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তাঁর। এগুলো প্রকাশ হবে ইউটিউবে।

কনা বলেন, ‘সিনেমার গানে বাজেট বেশি থাকে। প্রচার-প্রচারণায়ও এগিয়ে থাকে। তাই সিনেমার গান সব সময়ই দর্শক-শ্রোতার কাছে বাড়তি আবেদন তৈরি করতে সক্ষম। সম্প্রতি রিলিজ হওয়া “টান” সিনেমায় আমার গাওয়া “কী করি” গানটি নিয়ে এরই মধ্যে দর্শক-শ্রোতার প্রশংসা পাচ্ছি। আমার নিজেরও খুব ভালো লেগেছে গানটি।’

নতুন সিনেমার গান নিয়ে কনা বলেন, ‘এবার “রিভেঞ্জ” সিনেমায় দুটি গান গাইলাম। আইটেম গানটি নিয়ে আমি আশাবাদী। “দিল আসিয়ানা” গানটিও চমৎকার হয়েছে। আমার ধারণা, দুটি গানই শ্রোতাদের ভালো লাগবে। আশা করছি, গান দুটি বছরের হিট গানের তালিকায় জায়গা পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

‘সি’ গ্রেডের গভর্নর খেতাব পেলেন ড. আহসান মনসুর

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...